আগামী জন্মদিনেই বায়োপিকের ঘোষণা করবেন সুব্রত রায়?

সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান সুব্রত। ২০১২-এ ভারতের ১০জন ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় তাঁর নাম ছিল।

আগামী জন্মদিনেই বায়োপিকের ঘোষণা করবেন সুব্রত রায়?
সুব্রত রায়।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 04, 2021 | 7:32 PM

সুব্রত রায়। বাঙালি ব্যবসায়ী হিসেবে যাঁদের আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে সুব্রত তাঁদের মধ্যে অন্যতম। এ বার সেই সুব্রতর জীবন দেখা যাবে বড় পর্দায়। তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। আগামী ১০জুন নিজের ৭৩তম জন্মদিনে সুব্রত এই ঘোষণা করবেন বলে খবর।

এ প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেন, ‘ইটস অফিশিয়াল। সুব্রত রায়ের বায়োপিকের ঘোষণা। আগামী ১০জুন তাঁর জন্মদিনের দিনই এই ঘোষণা হবে।’

সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান সুব্রত। ২০১২-এ ভারতের ১০জন ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় তাঁর নাম ছিল। যদিও নিজের বায়োপিক তৈরির বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সুব্রত স্বয়ং।

তবে তরণের টুইটের পর থেকেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ছবিটি কে পরিচালনা করবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সবথেকে বড় কথা, সুব্রতর চরিত্রে কোন অভিনেতাকে কাস্ট করা হবে, তা নিয়েও বিভিন্ন মত রয়েছে। নিজেদের বিভিন্ন পছন্দের কথাও অনুরাগীরা ভার্চুয়ালি জানাতে শুরু করেছেন। তবে সব তথ্য জানার জন্য সুব্রতর জন্মদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন, হঠাৎই বিয়ে করলেন ইয়ামি গৌতম, পাত্র কে জানেন?