AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: ‘চন্দ্রমুখী ২’তে ভরতনাট্যম নেচে ভয়ানক কটাক্ষের শিকার কঙ্গনা রানাওয়াত

Chandramukhi 2: কঙ্গনার নিন্দুক যেমন আছে, তেমনি আছে বিরাট ভক্তকুল। প্রিয় অভিনেত্রী এত নিন্দা দেখে তাঁরা চুপ থাকেননি কেউ। প্রশংসা করেছেন অভিনেত্রীর। নাচ থেকে শুরু করে তাঁর সাজ-পোশাক সবকিছুকেই বাহবা জানিয়েছেন তাঁরা।

Kangana Ranaut: 'চন্দ্রমুখী ২'তে ভরতনাট্যম নেচে ভয়ানক কটাক্ষের শিকার কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত।
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 6:19 PM
Share

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘থালাইভি’ ছিল সেই ছবির নাম। সেই প্রথম কোনও দক্ষিণী ঘরানার ছবিতে অভিনয় করেছিলেন বলিউড-কুইন। তারপর তিনি অভিনয় করেছেন দক্ষিণের একটি হরর-কমেডি ‘চন্দ্রমুখী ২’ ছবিতে। সেই ছবিতে একটি গানের সঙ্গে ভরতনাট্যম নেচেছেন কঙ্গনা। এবং তাঁকে হতে হয়েছে ট্রোল্ড। নিন্দুকের কাছে কটূ কথা শুনতে হয়েছে কঙ্গনাকে।

ছবিতে ‘স্বাগতঞ্জলি’ গানের সঙ্গে ভারতনাট্যম নেচেছিলেন কঙ্গনা। গানের নির্মাতা অস্কারজয়ী এমএম কেরামণি। গানে কঙ্গনাকে দেখতেও লেগেছে সুন্দর। এর আগে বলেছিলেন, তাঁর ভারতনাট্যমের কোনও তালিম নেই। ছবির স্বার্থে যতটুকু শিখেছিলেন, ততটুকুই পারফর্ম করেছিলেন। ভারতনাট্যম না জেনে পারফর্ম করার বিষয়কে ভালো চোখে দেখেননি সোশ্য়াল মিডিয়া ব্য়বহারকারী কিছু নিন্দুক। তাঁরা কঙ্গনাকে ট্রোল করেছেন ভীষণভাবে। তুলনা টেনেছেন অন্যান্য দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর সঙ্গে। ট্রোলে করে এও বলা হয়েছে, দক্ষিণ ভারতীয় সুপারস্টার অনুষ্কাকে নাকি কঙ্গনার জায়গায় কাস্ট করা উচিত ছিল।

নিন্দুক যেমন আছে, কঙ্গনার তেমনি আছে বিরাট ভক্তকুল। প্রিয় অভিনেত্রী এত নিন্দা দেখে তাঁরা চুপ থাকেননি কেউ। প্রশংসা করেছেন অভিনেত্রীর। নাচ থেকে শুরু করে তাঁর সাজ-পোশাক সবকিছুকেই বাহবা জানিয়েছেন তাঁরা।

‘চন্দ্রমুখী’ সফল হওয়ার পর নির্মাতারা ঠিক করেন ছবির সিকুয়্যেল তৈরি করবেন। এবং সেই মতোই ‘চন্দ্রমুখী ২’ তৈরি করেন তাঁরা। ‘চন্দ্রমুখী’তে অভিনয় করেছিলেন রজনীকান্ত, প্রভু এবং জ্যোতিকা। ‘চন্দ্রমুখী ২’তে অভিনয় করেছেন রাঘব লরেন্স, বাদিবেলু এবং কঙ্গনা। ছবির পরিচালক পি বাসু।