Bollywood Box Office: ছবির আয় নিয়ে ঘুম উড়ল অক্কির! কীসের ভয়ে বেজায় চিন্তায় বচ্চন পান্ডে

Bachchan Paandey: অক্ষয় কুমার কোথাও গিয়ে যেন এবার চিন্তার মধ্যে দিলেন ডুব, বক্স অফিস নিয়ে কীসের ভয়!

Bollywood Box Office: ছবির আয় নিয়ে ঘুম উড়ল অক্কির! কীসের ভয়ে বেজায় চিন্তায় বচ্চন পান্ডে

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 17, 2022 | 2:14 PM

একের পর এক ছবির মুক্তিতে ব্যস্ত এখন বি-টাউন, করোনার কোপ পাশাপাশি কড়া টক্করে একাধিক বড় ছবি মুক্তির দাপট, সব মিলিয়ে ঝড় তুলে বক্স অফিসে (Bollywood Box Office) এখন কেবলই লক্ষ্মী লাভের পালা। সেই তালিকাতে থাকা অন্যতম নামটি হল অক্ষয় কুমার। যাঁর একের পর এক ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সেই সেলেবের কপালেই নাকি চিন্তার ভাঁজ, নিজেই যিনি জানিয়েছিলেন, আয়ের জন্য তিনি ছবি বানান, এমন চিত্রনাট্য তিনি নিয়ে থাকেন, বা নির্বাচন করে থাকেন, যা দর্শকদের ভালো লাগবে, আর এই সংজ্ঞার ওপর নির্ভর করেই তাঁর ছবি হিট হয়। সামনেই মুক্তির তালিকাতে রয়েছে বচ্চন পান্ডে। সেই ছবির মুক্তি নিয়েই এবার বেজায় চিন্তায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

তাঁর কথায়, ইতিমধ্যেই তাঁর দুটি ছবি মুক্তি পেয়েগিয়েছে ৫০ শতাংশ আসন নিয়ে। প্রেক্ষাগৃহ সম্পূর্ণ না হওয়ার ফলে, আয়ের খাতায় এমনিতেই কোপ। তারই মধ্যে আবার বেল বটম ও সূর্যবংশী ছবি নিয়ে বি-টাউনে উত্তেজনা থাকলেও তা আসং সংখ্যার জেরে বেশ কিছুটা পিছিয়ে ছিল। এমনই পরিস্থিতির শিকার এবার অক্ষয় কুমারের আগামী ছবি বচ্চন পান্ডে। তবে কেবল করোনা বিধি ঘিরেি চিন্তা এমনটা নয়। বরং তিনি আরও জানান মুক্তি পেতে চলেছে আর আর আর। পুৃষ্পার বক্স অফিস কালেকশন, করোনা পেরিয়েই ঝড় তুলেছিল। আর বর্তমানে পরিস্থিতি বেশ স্বাভাবিক, এমন অবস্থায় মুক্তি পেতে চলেছে আর আর আর ছবি। আর এই ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতেও। তাই শো টাইমিং-ও হয়ে যাবে ভাগ। পাশাপাশি কমবে শো এর সংখ্যা।

সব মিলিয়ে ব্যবসায়ে আবারও ক্ষতির আভাস দেখছেন অক্ষয় কুমার। সদ্য বচ্চন পান্ডে নিয়ে মুখ খুলে এমনটাই জানিয়ে ছিলেন অক্ষয় কুমার। তবে কোথাও গিয়ে যেন তাঁর এই বিশ্বাসকেই খানিক হলেও সমর্থন করছেন সিনেমা সমালোচকেরা। একের পর এক বড় ছবি মুক্তি পেতে চলেছে। এমন পরিস্থিতিতে কোনও ছবির দীর্ঘ বক্স অফিসে অবস্থানও যে আশা করতে পারছেন না নির্মাতারা। একাধিক তারিখ বর্তমানে বুক, তাই ঝুঁকি নিয়েই এবার অক্কির ভরসা ভক্তমহল।

আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের 

আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা

আরও পড়ুন- Vicky Kaushal-Katrina Kaif: বউয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বামী, ক্যাটরিনার অভিনয় ছাড়া আর কোন গুণ নিয়ে কথা বলছেন ভিকি!