AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ১০ হাজার কর্মীকে টিকাকরণের সিদ্ধান্ত গিল্ড-ফেডারেশনের

প্রোডিউসারস গিল্ডের তরফে জানান হয়েছে আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামিকাল থেকেই শুরু হবে তাদের কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া। চলবে ছয় তারিখ পর্যন্ত।

ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ১০ হাজার কর্মীকে টিকাকরণের সিদ্ধান্ত গিল্ড-ফেডারেশনের
প্রতীকী ছবি
| Updated on: May 31, 2021 | 3:37 PM
Share

মহারাষ্ট্রে লকডাউন। বন্ধ সিনেমা হল। বন্ধ সিনেমার শুটিং। চিকিৎসকরা বলছেন, টিকাকরণ ছাড়া বিকল্প নেই। এমতাবস্থায় ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত কর্মীদের টিকাকরণের উদ্দেশ্যে এগিয়ে এল দ্য প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। গোটা উদ্যোগে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেডারেশনও। শিল্পী, কলাকুশলী মিলিয়ে মোট দশ হাজার কর্মীকে টিকাকরণের উদ্দেশ্য ওই সংস্থাগুলির।

প্রোডিউসারস গিল্ডের তরফে জানান হয়েছে আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামিকাল থেকেই শুরু হবে তাদের কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া। চলবে ছয় তারিখ পর্যন্ত। বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে হতে চলেছে এই উদ্যোগ। প্রোডিউসারস গিল্ডের সভাপতি প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এক বিবৃতিতে জানিয়েছেন, একা প্রোডিউসারস গিল্ডের তরফে এই উদ্যোগ বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তাই সবাই মিলে এগিয়ে আসায় তাঁরা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন–হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল

গিল্ডের সহ সভাপতি মণীশ গোস্বামী এ দিন সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ৫ হাজার জনকে টিকা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি টিকার দাম হাজার টাকা। সেই টাকা নিজেদের কর্মীর জন্য আলাদা আলাদা ভাবে প্রযোজনা সংস্থাগুলি বহন করছে।” অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং সিনে ফেডারেশনের তরফে জানান হয়েছে আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁদের কর্মীদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রায় পাঁচ হাজার কর্মীকে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন ওঁরাও।

বলিউডে যখন এই অবস্থা টলিউডে চিত্রটা খানিক অন্য। এখানে ফেডারেশনে তরফে সভাপতি স্বরূপ বিশ্বাস টিকাকরণের কথা প্রথমে বললেও বর্তমানে বাড়ি থেকে শুট চালানো যাবে না যাবে না তা নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ডের মধ্যে।