AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pathaan Review: ‘পাঠান’ ছবির রিভিউ দিন, ভক্তের মন রাখতে কী উত্তর দিলেন শাহরুখ

Pathaan: একটা বিষয় স্পষ্ট ছবিটি এতদিনে বেশ কয়েকবার দস্তুর মতো দেখে ফেলেছেন খোদ কিং খান। ছবি কেমন হয়েছে? এই প্রশ্ন কম বেশি সকলের মনে বর্তমান।

Pathaan Review: 'পাঠান' ছবির রিভিউ দিন, ভক্তের মন রাখতে কী উত্তর দিলেন শাহরুখ
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 2:48 PM
Share

আর মাত্র তিন দিনের অপেক্ষা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে পাঠান ছবির প্রথম স্ক্রিনিং। সম্প্রতি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কথা বলতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। যা খুশি প্রশ্ন করা যায় তাঁকে। সময় করে উত্তর দেওয়ার চেষ্টাও করছেন তিনি। সম্প্রতি এক ভক্ত পাঠান ছবিকে কটাক্ষ করতে গিয়ে স্পষ্ট মন্তব্য করেছিলেন যে, তিনি কি পারবেন সুহানাকে নিয়ে ছবিটা দেখতে! শাহরুখ খান তা করেও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়ে ছিলেন সেই কথা। ফলে একটা বিষয় স্পষ্ট ছবিটি এতদিনে বেশ কয়েকবার দস্তুর মতো দেখে ফেলেছেন খোদ কিং খান। ছবি কেমন হয়েছে? এই প্রশ্ন কম বেশি সকলের মনে বর্তমান। সেই প্রশ্নই এবার খোদ কিং খানকে এক ভক্ত করে বসলেন। আবেদন করলেন, তিনি যেন পাঠান ছবির রিভিউ দেন। উত্তরে যা বললেন শাহরুখ, সকলেই এক কথায় অবাক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ খান জানালেন,  আমরা নির্মাতা/স্রষ্ঠা, সমালোচক নই। এ দুটো অন্য কাজ, ছবি তৈরির আনন্দটা অনবদ্য, এর বাইরে আর কিছু না। ঝড়ের গতিতে ভাইরাল এখন শাহরুখ খান অভিনীত ছবি পাঠান-এর সমস্ত খবর। কখনও সামনে উঠে আসতে দেখা যাচ্ছে ছবির গান ঘিরে বিতর্ক, কখনও আবাক সামনে উঠে আসতে দেখা যাচ্ছে ছবিতে থাকা বোল্ড দৃশ্য নিয়ে চর্চা তুঙ্গে। অবশেষে সমস্ত বিতর্ককে ছাপিয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল সেন্সর বোর্ডকেও। যদিও ছবির ট্রেলারই ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

কেমন হতে চলেছে পাঠান, সে প্রশ্নের উত্তর এখনই না মিললেও কোথাও গিয়ে যেন ছবির মুক্তি নিয়ে প্রশ্ন তুলছে একশ্রেণী। তাঁদের কথায় ছবি সঠিক সময় আদৌ মুক্তি পাওয়া সম্ভবপর হবে তো! ছবি যে মুক্তি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ হইহই করেই মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই ছবির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে, এবং তা রেকর্ড গড়ার পথেও পা বাড়িয়েছে।