Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saroj Khan: মাত্র ১৩ বছর বয়সে ৪৩ বছরের নাচের গুরুকে বিয়ে করেন সরোজ খান

Bollywoood Dance Guru:তাঁর ৪০ বছরের কেরিয়ারে বলিউডকে অনেককিছু দিয়েছেন সরোজ। জন্মসূত্রে ছিলেন একজন হিন্দু। দ্বিতীয় বিয়ের পরই ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাঁরই বায়োপিক তৈরি হচ্ছে এবার। তৈরি করছেন পরিচালক হনসল মেহতা। শোনা যাচ্ছে, সরোজের চরিত্রে নাকি অভিনয় করবেন তাঁরই শিষ্যা মাধুরী দীক্ষিত।

Saroj Khan: মাত্র ১৩ বছর বয়সে ৪৩ বছরের নাচের গুরুকে বিয়ে করেন সরোজ খান
সরোজ খান।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 7:26 PM

তাঁর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। হঠাৎই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি কোরিওগ্রাফার এবং নৃত্যগুরু সরোজ খান। যে সরোজ খানের শিষ্যা স্বয়ং মাধুরী দীক্ষিত। তাঁর ৪০ বছরের কেরিয়ারে ভারতীয় সিনেমাকে অনেককিছু দিয়েছেন ফরজ। তাঁরই বায়োপিক তৈরি হচ্ছে এবার। তৈরি করছেন পরিচালক হনসল মেহতা। শোনা যাচ্ছে, সরোজের চরিত্রে নাকি অভিনয় করবেন খোদ মাধুরীই।

অনেকেই হয়তো জানেন না, জন্মসূত্র সরোজ একজন হিন্দু। তিনি ইসলাম ধর্ম অবলম্বন করেছিলেন সন্তানদের জন্য। জন্মসূত্রে তাঁর নাম নির্মলা নাগপাল। বলিউডে কাজ করতে আসার ঠিক আগে তাঁর অভিভাবকেরা নির্মলা নামটি সরিয়ে সরোজ নাম দিয়েছিলেন।

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে করেন সরোজ। সে সময় তাঁর নাচের গুরু ছিলেন বি সোহনলাল। তাঁকেই বিয়ে করেছিলেন সরোজ। সে সময় সোহনলালের বয়স ছিল ৪৩। ১৪ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম দেন সরোজ। জানতে পারেন সোহনলাল আগে থেকেই বিবাহিত এবং তাঁর চার সন্তানও রয়েছে। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর ৮ মাসের মাথাতেই মারা যায় তাঁর কন্যা। বিচ্ছেদ ঘটে সোহনলাল এবং সরোজের। বিচ্ছেদের চার বছর পর হঠাৎই একদিন সোহনলাল হাজির হয়ে বলেন তিনি সরোজে তাঁর সহকারী হিসেবে চান। সরোজ রাজি হয়ে যান। তাঁরা কাজ শুরু করেন। একদিন রাতে তাঁরা একসঙ্গে কাটিয়েওছিলেন। তারপর জন্ম নিয়েছিল সরোজের কন্যা কুকু। কুকু হওয়ার পর চিরকালের জন্য সরোজের জীবন থেকে হারিয়ে যান সোহন। মাদ্রাসে গিয়ে বসবাস শুরু করেন।

স্বামী পরিত্যক্তা সরোজের জীবনে ফের প্রেম আসে। তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন সর্দার রোশন খানের। তাঁকে বিয়ে করার সময়ই ইসলাম ধর্ম অবলম্বন করেন সরোজ। সর্দার ছিলেন একজন পাঠান। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তাঁরও আগে বিয়ে হয়েছিল এবং সন্তান ছিল। সরোজের সন্তানদের গ্রহণ করেছিলেন সর্দার। সর্দারকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে মনে করতেন সরোজ।