চরম বিপদে দীপিকাকে পাশে পেলেন অ্যাসিড আক্রমণের শিকার বালা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 03, 2021 | 11:02 AM

কিডনির সমস্যায় ভুগছেন বালা। কাজ করছে না যন্ত্রণটি। ট্রান্সপ্লান্ট না করলে আর বাঁচানো যাবে না বালাকে।

চরম বিপদে দীপিকাকে পাশে পেলেন অ্যাসিড আক্রমণের শিকার বালা
দীপিকা পাড়ুকোন

Follow Us

আগ্রার ঘটনা। বালা নামের এক মহিলার মুখে অ্যাসিড ছোড়া হয়েছিল। সেই হিংসাত্মক ও মর্মান্তিক ঘটনার পর জীবন একেবারে পালটে গিয়েছে বালার। অনেক লড়াই করতে হচ্ছে তাঁকে। সম্প্রতি শুরু হয়েছে শরীরের আরও কিছু সমস্যা। এই পরিস্থিতিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পাশে পেলেন বালা।

অ্যাসিড-পোড়া মুখ তো ছিলই। ছিল সামাজিক ও মানসিক লড়াইও। এই পরিস্থিতিতে কোমর বেঁধেঅ্যাসিড আক্রমণের শিকার দাঁড়িয়েছে আরও একটি শারীরিক ব্যাধি। কিডনির সমস্যায় ভুগছেন বালা। কাজ করছে না যন্ত্রণটি। ট্রান্সপ্লান্ট না করলে আর বাঁচানো যাবে না বালাকে। তাঁকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তৈরি হয়েছে একটি তহবিল।

খবরটা দীপিকার কানে পৌঁছতেই এগিয়ে এসেছেন অভিনেত্রী। ১০,০০,০০০ টাকা দান করেছেন ‘সেভ বালা’ (বালাকে বাঁচাও) তহবিলে। সকলেই জানেন ‘ছপাক’ ছবিতে এক অ্যাসিড আক্রমণের শিকার মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। মেঘনা গুলজার পরিচালিত ছবির প্রযোজনাতেও সাহায্য করেছিলেন অভিনেত্রী। ছবি তৈরি করতে গিয়ে অ্যাসাড অ্যাটাক হয়েছে এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব হয় দীপিকার। তাঁদের কেউ কেউ অভিনয় করেছিলেন ছবিতেও। বালাও ছিলেন তাঁদের মধ্যে একজন। ‘ছপাক’ ছবিতে অভিনয় করেছিলেন তিনিও। ছবি তৈরির সময় তাঁর থেকে অনেক কিছু জেনেছিলেন মেঘনা ও দীপিকা। ছবির প্রচারের সময় ‘দ্য কপিল শর্মা শো’-তেও গিয়েছিলেন বালা।

করোনা’ আসেনি তখনও। ২০২০ সালের জানুয়ারি মাসে মুক্তি পায় ‘ছপাক’। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার, সমাজকর্মী, টেলিভিশন হোস্ট লক্ষ্মী আগরওয়ালের জীবনকে বড় পর্দায় তুলে ধরা হয়েছিল ছবিতে। দীপিকা ছাড়াও অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসি।

 

আরও পড়ুন: “জিম করার সময় শরীরের উপর বেশি চাপ তৈরি করতে না সিদ্ধার্থ”, জানালেন তাঁর ট্রেনার

আরও পড়ুনসিদ্ধার্থের মৃত্যুর পর ভিডিয়ো পোস্ট মাধুরীর স্বামী ডঃ নেনের; প্রশ্ন তুললেন

Next Article