সিদ্ধার্থের মৃত্যুর পর ভিডিয়ো পোস্ট মাধুরীর স্বামী ডঃ নেনের; প্রশ্ন তুললেন
মূলত স্বাস্থ্য সচেতনতা নিয়ে পোস্টটি করেছেন ডঃ নেনে। প্রশ্ন তুলেছেন সরাসরি।
মাধুরী দীক্ষিতের স্বামী ডঃ শ্রীরাম নেনে পেশায় চিকিৎসক। শরীরের ব্যাপারে তিনি মারাত্মক সচেতন। নিয়মিত যোগা করেন, জিম করেন। শুক্রবার সক্কাল সক্কাল একটি ভিডিয়ো শেয়ার করেছেন ডঃ নেনে। ভিডিয়োতে তিনি বলেছেন, “আমি ফিরেছি।”
কোথায় ফিরলেন ডাক্তারবাবু? ভিডিয়োটি তিনি তৈরি করেছেন নিজের জিম থেকে। ভিডিয়োতে তিনি বলেছেন, “প্লেন থেকে নেমেছি। ২২ ঘণ্টা হয়েছে। আমি আবার আমার পুরনো ছন্দে ফিরেছি, যেটাকে ‘আওয়ার পাওয়ার’ বলি। আমার ‘মি-টাইম’। টি আর এক্স করব, পুল আপ করব, ট্রেড মিলে দৌড়াব, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করব। নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্য কী করছেন আপনি? বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।”
View this post on Instagram
মূলত স্বাস্থ্য সচেতনতা নিয়ে পোস্টটি করেছেন ডঃ নেনে। প্রশ্ন তুলেছেন সরাসরি। সত্যিই তো আমরা আমাদের শরীরের জন্য কী করি! রোজকার জীবনযাত্রার মধ্যে কী নিজের জন্য সময় বের করতে পারি?সারাক্ষণই ইঁদুর দৌড়ে ছুটছি আমরা। আলস্যও আমদের চেপে ধরেছে। মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সুদর্শন, সুঠাম অভিনেতার মৃ্ত্যু অনেকগুলো প্রশ্ন তুলেছে সরাসরি। যদিও নেনের পোস্টে সিদ্ধার্থের সরাসরি কোনও উল্লেখ নেই। কিন্তু তিনি প্রশ্ন করেছেন সরাসরি, “নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্য কী করছেন আপনি?”
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত সিদ্ধার্থকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মারা যান তিনি। মৃত্যুকালে সিদ্ধার্থর বয়স হয়েছিল ৪০ বছর। সূত্রের খবর, সিদ্ধার্থর বাড়িতে রয়েছেন মা এবং দুই বোন। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। অনুরাগীদের কাছে এ এক বড় ধাক্কা।
‘বিগ বস ১৩’-র বিজেতা হওয়ার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থর পরিচিতি ছিল। ওই রিয়ালিটি শোয়ে জয়লাভের পর তিনি আরও জনপ্রিয় হন। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য।
১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, শেহনাজ গিলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।
সিদ্ধার্থর প্রয়াণের পর শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি। এত অল্প বয়সে আচমকা প্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না। আলাদা করে কথা বলার মতো পরিস্থিতিতে কেউই নেই। ইতিমধ্যেই ভার্চুয়াল দুনিয়ায় সিদ্ধার্থর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন: শেহনাজের কোলে মাথা রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সিদ্ধার্থ? প্রকাশ্যে নয়া তথ্য
আরও পড়ুন: “তুমি আমাদের মধ্যে সারাজীবন থাকবে”, অল্প কথাতেই মনের ভাব ব্যক্ত অঙ্কুশের