AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra: ৬১ বছর বয়সী সন্তানকে প্রকাশ্যে নিয়ে এলেন ধর্মেন্দ্র!

Dharmendra: ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি এবং ববি দেওলের সঙ্গে সাধারণ দর্শক পরিচিত। এ ছাড়া আছেন দুই কন্যা বিজয়েতা এবং অজিতা। ১৯৭৯-এ হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদের দুই সন্তান এষা এবং অহনা দেওল।

Dharmendra: ৬১ বছর বয়সী সন্তানকে প্রকাশ্যে নিয়ে এলেন ধর্মেন্দ্র!
ধর্মেন্দ্র।
| Edited By: | Updated on: Oct 12, 2021 | 4:26 PM
Share

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর বয়স এখন ৮৫ বছর। তাঁর নাকি ৬১ বছর বয়সী এক সন্তান রয়েছে। এতদিন পরে তাকে প্রকাশ্যে আনলেন অভিনেতা!

ধর্মেন্দ্রর সন্তান হিসেবে সানি, ববি, বিজয়েতা, অজিতা, এষা এবং অহনাকে দর্শক চেনেন। কিন্তু এই ৬১ বছর বয়সী সন্তানকে এতদিন আড়ালেই রেখেছিলেন তিনি। সেই সন্তান আসলে একটি গাড়ি। নিজের উপার্জনে কেনা প্রথম গাড়ি নাকি অভিনেতার কাছে সন্তানসম।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ধর্মেন্দ্র। সেখানে দেখিয়েছেন তাঁর এই সন্তানকে। ১৮ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনেছিলেন তিনি। যে সময় গাড়িটি কিনেছিলেন, সে সময় ১৮ হাজার টাকার মূল্য অনেক। ১৯৬০ সালে এই গাড়িটি কেনেন ধর্মেন্দ্র। যাকে মাই ‘বিলাভেড বেবি’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

View this post on Instagram

A post shared by Bobby Deol (@iambobbydeol)

ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি এবং ববি দেওলের সঙ্গে সাধারণ দর্শক পরিচিত। এ ছাড়া আছেন দুই কন্যা বিজয়েতা এবং অজিতা। ১৯৭৯-এ হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদের দুই সন্তান এষা এবং অহনা দেওল। ধর্মেন্দ্র পরের ছবি ‘আপনে টু’। সেখানে সানি, ববি ছাড়াও থাকছেন সানির ছেলে করণ দেওলও।

সন্তানদের বিষয়ে বরাবরই সহজ ছিলেন ধর্মেন্দ্র। তাদের নিজের ইচ্ছেতে পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু এষার নাচ নিয়ে নাকি প্রাথমিক ভাবে আপত্তি ছিল তাঁর। সে তথ্য কিছুদিন আগে প্রকাশ্যে জানিয়েছিলেন হেমা। হেমার কথায়, “এষা নাচ করুক বা বলিউডে কাজ করুক, সেটা ধর্মেন্দ্রজির পছন্দ ছিল না। উনি আপত্তি করেছিলেন”। তবে পরে নাকি ধর্মেন্দ্র মেনে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন হেমা নিজে যে ধরনের নাচ করেন, এষারও তেমনটাই পছন্দ। কোনও অনুষ্ঠানে পারফর্ম করলে দর্শক এষার প্রশংসা করেন, জানতে পেরে রাজি হয়েছিলেন ধর্মেন্দ্র। এই তথ্য প্রকাশ্যে এনে হেমা জানিয়েছিলেন, স্টার কিডদের বাবা, মায়ের পেশা বেছে নেওয়া বাইরে থেকে যতটা সহজ মনে হয়, আদৌ ততটা নয়। বরং অনেক বেশি চ্যালেঞ্জিং। পরিবারের মধ্যেই বাধার সম্মুখীন হতে হয়। এষাও ব্যতিক্রম নন।

আরও পড়ুন, Durga Puja 2021: সপ্তমীতে কাকাদের জড়িয়ে কেঁদে ফেললেন কাজল