Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৎ মেয়েকেই প্রিয় বন্ধুর তকমা, নাচের ভিডিয়ো শেয়ার দিয়া মির্জার

সম্প্রতি দিয়া নিজেও মা হয়েছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের পরই আইসিইউতে রাখতে হয় দিয়ার সন্তানকে। সময়ের আগেই মা হন দিয়া।

সৎ মেয়েকেই প্রিয় বন্ধুর তকমা, নাচের ভিডিয়ো শেয়ার দিয়া মির্জার
মেয়ের সঙ্গে মিষ্টি মুহূর্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 12:28 PM

স্বামী বৈভব রেখির আগের পক্ষের সন্তান সামাইরা। কিন্তু দিয়া মির্জার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। হনিমুনেও সামাইরাকে নিয়ে গিয়েছিলেন বৈভব এবং দিয়া। এ বার সৎমেয়ে সঙ্গে মিষ্টি এক ভিডিয়ো শেয়ার করলেন ইনস্টা রিলে। দিয়া জানালেন, সামাইরাই তাঁর বেস্ট ফ্রেন্ড।

জাস্টিন ওয়েলিংটোনের জনপ্রিয় গান মাই বেস্টির সঙ্গে নেচে ভিডিয়ো পোস্ট করেছিলেন দিয়া এবং সামাইরা। পোশাকেও ছিল রঙমিলান্তি। কোরিওগ্রাফ করে একসঙ্গে পারফর্ম করছিলেন দু’জনে। কিন্তু ভিডিয়োর শেষে নাচের এক পোজ করতে গিয়ে পড়ে যায় ছোট্ট সামাইরা। হেসে ফেলেন মা দিয়া। মা-মেয়ের যুগলবন্দী দেখে আপ্লুত নেটিজেন।

সামাইরা সুনয়না এবং বৈভবের সন্তান। তাঁদের বিচ্ছেদের পর দিয়াকে বিয়ে করেন বৈভব। তা নিয়ে অবশ্য সামাইরা-দিয়া অথবা সুনয়না-বৈভবের সম্পর্ক তিক্ত হয়নি কোনও দিন। বরং সামাইরাই দিনে দিনে হয়ে উঠেছে দিয়ার একেবারে কাছের, প্রিয় বন্ধু।

সম্প্রতি দিয়া নিজেও মা হয়েছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের পরই আইসিইউতে রাখতে হয় দিয়ার সন্তানকে। সময়ের আগেই মা হন দিয়া। তাই সমস্যার সৃষ্টি হয় মা এবং সন্তানের। দিয়া জানান, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে জীবন প্রায় বিপন্ন হতে বসেছিল। কিন্তু সঠিক সময়ে যত্ন নেওয়ার ফলে এমার্জেন্সি সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভয় না পেয়ে বৈভব এবং দিয়া এই কঠিন সময় সামলে উঠেছেন। এ সময় যাঁরা তাঁদের পাশে থেকে নিয়ত সাহস দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- Somy Ali: বলিউড ছাড়ার পর কীভাবে রোজগার হত? মুখ খুললেন সলমনের এই প্রাক্তন