জন্মের পরই আইসিইউতে ছিল সন্তান, প্রথম বার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন দিয়া মির্জা

চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যান দম্পতি।

জন্মের পরই আইসিইউতে ছিল সন্তান, প্রথম বার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন দিয়া মির্জা
দিয়া মির্জা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 6:10 PM

মে মাসে মা হয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। পুত্র সন্তান এসেছিল কোলে। কিন্তু সন্তান জন্মাবার পর দিয়াকে একের পর এক সমস্যার সম্মুখী হতে হয়েছে। সময়ের আগে সন্তান জন্ম নেওয়ার দীর্ঘদিন আইসিসিউতে ভর্তি রাখতে হয়েছিল ওই সদ্যোজাতকে। অবশেষে সন্তান জন্মাবার প্রায় তিন মাস পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

দু’টি ছবি পোস্ট করেছেন দিয়া। প্রথম ছবিটি নিজের যা আদপে একটি সেলফি। ও দ্বিতীয় ছবিটি তাঁর ছেলে আভ্যানের। ক্যাপশনে দিয়া লিখেছেন, “আমরা বিশ্ব হাতি দিবস পালন করছি।” ছেলের ছবি শেয়ার করলেও ছেলের মুখ দেখাননি দিয়া। ঠিক যেমন এতদিন করে এসেছেন করিনা কাপুর, নেহা ধুপিয়া, অনুষ্কা শর্মারা।

বিশ্ব হস্তী দিবসে হাতি-শাবকের সঙ্গেও ছবি শেয়ার করেছেন দিয়া। জানিয়েছেন তাদের সঙ্গে দিয়ার প্রথম সাক্ষাতে ঠিক কীরকম অভিজ্ঞতা হয়েহচিল অভিনেত্রীর। দিয়া লেখেন, “ভীষণ দুষ্টু ছিল ওরা। শুঁড় দিয়ে খালি আমার জুতোর ফিতে খুলে দিচ্ছি। ওদের সঙ্গে কাটানো সময় আমায় আনন্দে ভরিয়ে দিয়েছিল।”

গত মাসে এলিজাবেথ স্টোনের একটি লেখা শেয়ার করে দিয়া লিখেছিলেন, “আমাদের পুত্র সন্তান আভ্যান আজাদ রেখির জন্ম হয়েছে ১৪মে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। এতদিন চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে ছিল।” দিয়া জানান, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে জীবন প্রায় বিপন্ন হতে বসেছিল। কিন্তু সঠিক সময়ে যত্ন নেওয়ার ফলে এমার্জেন্সি সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভয় না পেয়ে বৈভব এবং দিয়া এই কঠিন সময় সামলে উঠেছেন। এ সময় যাঁরা তাঁদের পাশে থেকে নিয়ত সাহস দিয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছিলেন দিয়া।

চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যান দম্পতি। সেখান থেকেই তাঁর সন্তান সম্ভবনার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। ফ্লোরাল গাউনে বেবি বাম্পের ছবি শেয়ার করে দিয়া লিখেছিলেন, ‘আমি আশীর্বাদধন্য। সব গল্পের শুরু যেখান থেকে হয় সেই শক্তির সঙ্গে নিজেকে জুড়ে আমি গর্বিত। ঘুমপাড়ানি গান…নতুন চারাগাছ… আর একরাশ আশা… আমার গর্ভে এই সব নতুন স্বপ্নের উদ্বোধন করতে পেরে আমি ধন্য।’

সাহিল সঙ্ঘর সঙ্গে ১১ বছরের দাম্পত্যে বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেছেন দিয়া। মা হয়েছেন, তাই তাঁর দায়িত্ব অনেক বেশি। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে বড় বলে ফের কাজে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।