প্রাক্তন স্বামীর জন্মদিনে ভালবাসা পাঠালেন দিয়া মির্জা
এই বছরের শুরুতেই ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেছিলেন দিয়া। বিয়ের কিছু দিন পরেই দিয়া জানান তিনি মা হতে চলেছেন। মে মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

বিচ্ছেদ হওয়ার কেটেছে দুই বছর। নতুন করে সংসারও শুরু করেছেন দিয়া মির্জা। সম্প্রতি জন্মও দিয়েছেন সন্তানের। তবু প্রাক্তন স্বামী সাহিল সঙ্ঘর সঙ্গে তাঁর বন্ধুত্ব যে আজও রয়েছে তার প্রমাণ মিলল দিয়ার ইনস্টাগ্রামে। সাহিলের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিয়া। বুঝিয়ে দিলেন ১১ বছরের দাম্পত্য শেষ হলেও বন্ধুত্ব আজও অটুট।
সাহিলের এক ছবি শেয়ার করে দিয়া লেখেন, “শুভ জন্মদিন সা” সঙ্গে যোগ করেন ভালবাসা এবং জড়িয়ে ধরার ইমোজিও। ২০১৯ সালে এক যৌথ বিবৃতি মধ্যে দিয়ে দিয়া এবং সাহিল জানিয়েছিলেন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
View this post on Instagram
এই বছরের শুরুতেই ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেছিলেন দিয়া। বিয়ের কিছু দিন পরেই দিয়া জানান তিনি মা হতে চলেছেন। মে মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পরই আইসিইউতে রাখতে হয় দিয়ার সন্তানকে। সময়ের আগেই মা হন দিয়া। দিন কয়েক আগে সে কথা জানিয়েছিলেন দিয়া। তিনি আরও জানান, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে জীবন প্রায় বিপন্ন হতে বসেছিল। কিন্তু সঠিক সময়ে যত্ন নেওয়ার ফলে এমার্জেন্সি সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভয় না পেয়ে বৈভব এবং দিয়া এই কঠিন সময় সামলে উঠেছেন। এ সময় যাঁরা তাঁদের পাশে থেকে নিয়ত সাহস দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন-আট বছর পূর্ণ করল শুভশ্রীর প্রথম সন্তান, দেখুন ভিডিয়ো
দিয়ার কথায়, ‘আভ্যান খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে। ওর দিদি সামাইরা এবং দাদু, ঠাকুমা ওকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছে।’ এই খবর আগে জানানো সম্ভব হলে তাঁরা নিশ্চয়ই জানাতেন। তা সম্ভব ছিল না বলেই এতদিন পরে জানাতে বলে জানান অভিনেত্রী। আপাতত কঠিন সময় কাটিয়ে উঠেছেন। সমস্ত অনুরাগীদের শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। বাবা, মা হিসেবে বৈভব-দিয়া নতুন ভাবে পথ চলতে শুরু করেছেন। সেই পথে সকলের আশীর্বাদ প্রয়োজন তাঁদের।





