খুব শীঘ্রই বিয়ে করছেন ক্যাটরিনা? সলমন ঘনিষ্ঠর পোস্টে আভাস তেমনটাই

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 17, 2021 | 2:04 PM

Katrina kaif: কী সেই পোস্ট? সলমন খানের ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো ক্যাটের জন্মদিনে বাকি সবার মতোই শুভেচ্ছা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে।

খুব শীঘ্রই বিয়ে করছেন ক্যাটরিনা? সলমন ঘনিষ্ঠর পোস্টে আভাস তেমনটাই
ক্যাটরিনা-ভিকি

Follow Us

চল্লিশের দোরগোড়ায় ক্যাটরিনা কাইফ। শুক্রবারই পা দিলেন ৩৮ বছরে। শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন সলমন খান। যদিও বয়ফ্রেন্ড ভিকি কৌশলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়নি কোনও স্পেশ্যাল উইশ। এরই মধ্যে সলমন ঘনিষ্ঠর একটি পোস্ট উস্কে দিয়েছেন ক্যাটরিনা এবং ভিকির বিয়ের জল্পনা।

কী সেই পোস্ট? সলমন খানের ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো ক্যাটের জন্মদিনে বাকি সবার মতোই শুভেচ্ছা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু অভিনেত্রীর যে ছবি পোস্ট করেছেন তিনি, তা বাকিদের থেকে আলাদা। নজর কেড়েছে পোস্টের উপর লেখা লাল রঙের শুভেচ্ছাও। অ্যাশলের ছবি ক্যাটরিনা ব্রাইডাল পোশাকে। পরেছেন সাদা গাউন। অ্যাশলে লিখেছেন, “শুভ জন্মদিন ক্যাটরিনা। আশা করছি এই ছবিই খুব শীঘ্রই এই ছবি সত্যিতে পরিণত হবে।” ব্যস আগুনে ঘি। নেটিজেনদের জল্পনা তবে কি ইঙ্গিতে ক্যাটরিনার বিয়ের আগাম খবরই দিয়ে গেলেন ওই সলমন ঘনিষ্ঠ? যদি তাই হয় তবে পাত্র কে? ভিকিই। সে উল্লেখ না থাকলেও। দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা।

মাস খানের আগেই এক টিভি শো-য়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। সূত্রের খবর এর পর থেকেই নাকি মারাত্মক আপসেট ক্যাটরিনা। রেগে না গেলেও এভাবে সর্ব সমক্ষে তাঁর এবং ভিকির খবর জানাজানি হতেই ভয় পাচ্ছেন তিনি।

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে নাকি পরিচিত মহলে মুখ খুলেছেন ক্যাটরিনা। ক্যাটরিনা ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, “হর্ষ এই কাজ করে মোটেও ঠিক করেনি। হর্ষকে ক্যাটরিনা ভাল করে চেনেও না। আর যদি চেনেও বা তাহলে কি কোনও মানুষের ব্যক্তিগত সম্পর্কের কথা এভাবে বলে দেওয়া যায়?” প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনীল কাপুরের ছেলে, এ বার কি বিয়ের খবরও কার্যত ‘ফাঁস’ করে দিলেন প্রাক্তন প্রেমিক সলমন খানের স্টাইলিস্ট?

ক্যাটরিনা, আপনি শুনছেন?

আরও পড়ুন-আমার মতো ওদেরও যেন এক সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয় সেটাই লক্ষ্য: তাপসী

 

Next Article