আমার মতো ওদেরও যেন এক সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয় সেটাই লক্ষ্য: তাপসী

অভিনেতা তাপসীর প্রযোজক হওয়ার ইচ্ছে হল কেন? আর যদি ইচ্ছেই হল এমন একটা নাম বেছে নিলেন কেন?

আমার মতো ওদেরও যেন এক সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয় সেটাই লক্ষ্য: তাপসী
তাপসী পান্নু
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 12:57 PM

তাপসী পান্নু। বলিউডে দশ বছর কাটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারংবার। এ বার তাঁর মুকুটে নয়া পালক। নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। নামটিও বেশ অর্থবহ, ‘আউটসাইডার ফিল্মস’। গত বছর সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর এই আউটসাইডার-ইনসাইডার বিতর্ক ঘিরেই উত্তপ্ত হয়েছিল বলিপাড়ার অন্দর।

অভিনেতা তাপসীর প্রযোজক হওয়ার ইচ্ছে হল কেন? আর যদি ইচ্ছেই হল এমন একটা নাম বেছে নিলেন কেন? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, “হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নিই নি। অনেক দিন ধরেই অনেকে বলছিলেন আমার প্রযোজনায় আসা উচিত। যে মুহূর্তে মানসিক ভাবে তৈরি হলাম সেই মুহূর্তেই এই সিদ্ধান্ত নিলাম।” এই কাজে পেয়েছেন বন্ধু প্রাঞ্জলকে। তাঁর পার্টনার তিনি। তাঁর কথায়, “নিজের অভিনয়ের উপর ফোকাস করতে পারব। কারণ প্রাঞ্জল বাকিটা সামলে নেবে।” অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিনেতারা প্রযোজনা সংস্থা খোলেন, যে ছবি প্রযোজনা করেন সেই ছবিতেও অভিনয় করেন নিজে। যদিও তাপসী জানাচ্ছেন, তাঁর এখনও এমন অবস্থা আসেনি যে, নিজে অভিনয় করবেন বলে প্রযোজনা সংস্থা খুললেন। প্রযোজনা সংস্থা খোলার পিছনে অন্য এক কারণ দেখিয়েছেন এই বলি অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

তাঁর কথায়, “বলিউডে নিজের প্রতিষ্ঠিত করতে আমার বছরের পর বছর লেগে গিয়েছে। যারা ইন্ডাস্ট্রির বাইরে অর্থাৎ আউটসাইডার তাঁরা যাতে বলিপাড়ায় নিজেদের জায়গা করে নিতে পারে সহজেই তাঁদের জন্য আমার এই প্রযোজনা সংস্থা। আমার মতো অবস্থা যাতে তাঁদের না হয়। এই প্রযোজনা সংস্থা তাঁদের খুব তাড়াতাড়ি কাজ পেতে পাশে দাঁড়াবে। ভাল গল্প এবং সুযোগ দেওয়াই এই সংস্থার মুখ্য কাজ হতে উঠবে।”

আরও পড়ুন-‘কিশোরীর মতো প্রাণশক্তি ছিল ওঁর, সেটে রোজ হোমওয়ার্ক করে আসতেন সুরেখাজি’