অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শ্বাসের সমস্যা হওয়ায় তড়িঘড়ি দিলীপ কুমারকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মঙ্গলবার সন্ধেয়। চিকিৎসকরা তাঁকে আইসিইউতে ভর্তি করিয়েছেন।
পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সপ্তাহ তিনেক আগে তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন। ফের অসুস্থতা দেখা দেওয়ায়, পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা জানিয়েছেন, সর্বক্ষণ নজরে রাখতে হবে অভিনেতাকে। আপাতত আগের তুলনায় ভাল আছেন তিনি।
তিন সপ্তাহ আগে ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘bilateral pleural effusion’। তা থেকে সুস্থ হওয়ার পর তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ফের একই ধরনের অসুস্থতা হতে পারে বলে মনে করছেন প্রিয়জনেরা।
আরও পড়ুন, Naseeruddin Shah: অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ভর্তি হাসপাতালে
গত বছর করোনায় দুই ভাইকেই হারিয়েছেন কিংবদন্তী ওই অভিনেতা। আসলাম খান মারা গিয়েছেন ৮৮ বছরে এবং এহসান খান প্র্যাত হয়েছেন ৯০ বছরে। ২০২০র মার্চ থেকেই স্ত্রীর সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছেন দিলীপ কুমার। চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি তাঁকে। আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা।
প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।
আরও পড়ুন, Raj Kaushal funeral: রাজের শেষযাত্রা, কান্নায় ভেঙে পড়লেন মন্দিরা