Naseeruddin Shah: অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ভর্তি হাসপাতালে
Naseeruddin Shah: সূত্রের খবর, নাসিরুদ্দিনের ফুসফুসে একটি প্যাচ নজরে এসেছে চিকিৎসকদের। সে কারণে অন্তত আগামী দিন দু’য়েক তাঁকে হাসপাতালে ২৪ ঘণ্টা নজরদারিতে থাকতে হবে।
অসুস্থ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, নাসিরুদ্দিনের ফুসফুসে একটি প্যাচ নজরে এসেছে চিকিৎসকদের। সে কারণে অন্তত আগামী দিন দু’য়েক তাঁকে হাসপাতালে ২৪ ঘণ্টা নজরদারিতে থাকতে হবে। অভিনেতার স্ত্রী রত্না পাঠক এবং সন্তানরা তাঁর সঙ্গে রয়েছেন।
নাসিরুদ্দিনের ম্যানেজার সাংবাদিকদের বলেন, “নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন। চিকিৎসকরা নজরে রাখবেন বলেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভক্তি করানো জরুরি ছিল। ওঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অভিনেতার করোনা পরীক্ষা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে তাঁর পরিবারের তরফে কিছু জানানো হয়নি।”
নাসিরুদ্দিনের বয়স ৭০ বছর। তার উপর করোনার আতঙ্ক এখনও রয়েছে। সব মিলিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির জন্য উদ্বিগ্ন অসংখ্য অনুরাগী। মঞ্চ এবং সিনেমায় তাঁর অবদান ভারতীয় সিনে ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলফলক। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন সকলে। সুস্থ হয়ে নাসিরুদ্দিন দ্রুত কাজে ফিরুন, এমনটাই চাইছেন বলি ইন্ডাস্ট্রির সদস্যরাও।
আরও পড়ুন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হওয়ার পর কেমন আছেন, নিজেই জানালেন মিমি