ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হওয়ার পর কেমন আছেন, নিজেই জানালেন মিমি

Mimi Chakraborty: বেশ কিছুদিন ধরে গলব্লাডার এবং লিভারজনিত সমস্যায় ভুগছিলেন মিমি, নিয়মিত ওষুধও নিতেন।

ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হওয়ার পর কেমন আছেন, নিজেই জানালেন মিমি
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 12:20 PM

করোনার ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েক দিনের অসুস্থতার পর এখন তিনি ভাল আছেন। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ চলছে তাঁর। নিজের সুস্থতার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী।

মিমি লিখেছেন, ‘শারীরিক এবং মানসিক ভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা গত কয়েকদিনে আমার অভিজ্ঞতা হয়েছে। আপনারা আমার খবর দিয়েছেন, প্রার্থনা করেছেন, শক্ত থাকতে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ। আজ আবার নিজের পায়ে দাঁড়াতে পারছি। ওষুধ চলছে। আশা করছি কয়েকদিনের মধ্যে গলব্লাডারের সমস্যাও মিটে যাবে’।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

বেশ কিছুদিন ধরে গলব্লাডার এবং লিভারজনিত সমস্যায় ভুগছিলেন মিমি, নিয়মিত ওষুধও নিতেন। গলব্লাডারের সমস্যা মজা করে তিনি ‘মিস্টার গলব্লাডার’ বলে সম্বোধন করেছেন। দিন কয়েক আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ় নেন মিমি। তবে সেই ভ্যাকসিন ছিল পুরোপুরি ভুয়ো। ভ্যাকসিনের নামে জলে মিশিয়ে দেওয়া হয়েছিল অ্যামিকাসিন।

এ প্রসঙ্গে যাদবপুরের সাংসদ আগেই বলেন, “অযথা দুশ্চিন্তা করে কোনও লাভ নেই। যেটা শরীরে প্রবেশ করার সেটা ইতিমধ্যেই করে গিয়েছে। আমি আমার চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আমার কাছে যা খবর এসেছে, অ্যামিকিসিন বলে একটা ওষুধ যা অ্যান্টিবায়োটিক, যা মূত্র সংক্রমণ বা পেটে ব্যাথার জন্য দেওয়া হয়, সেটা প্রয়োগ করা হয়েছে। … যেহেতু আমার একটা লিভার সমস্যা আছে, তাই চিকিৎসক আমার লিভারে যেন এর প্রভাব না পড়ে তা নিয়ে চিন্তায় আছেন। … সবাইকে বলব (যাঁরা ওই ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন), কাছাকাছি কোথাও গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের খেয়াল রাখুন।”

আরও পড়ুন, কপিল শর্মার শো-এর পরের সিজনে বাদ পড়লেন অর্চণা পূরণ সিং?