পরিচালক এবং অভিনেত্রীর গোপনে বিয়ে, অবশেষে প্রকাশ্যে ছবি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 25, 2021 | 9:16 PM

একেবারে গোপনে ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ে করেছেন দম্পতি। প্যানডেমিকের কারণে ইচ্ছে থাকলেও অনেককে আমন্ত্রণ জানাতে পারেননি তাঁরা।

পরিচালক এবং অভিনেত্রীর গোপনে বিয়ে, অবশেষে প্রকাশ্যে ছবি
বিয়ের দিন অঙ্গীরা এবং আনন্দ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

অভিনেত্রী এবং পরিচালকের বিয়ে। পাত্র পাত্রী হলেন আনন্দ তিওয়ারি এবং অঙ্গীরা ধর। ‘লভ পার স্কোয়ার ফুট’-এর মতো ছবি, ‘বন্দিশ ব্যান্ডিট’-এর মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছেন আনন্দ। অঙ্গীরার সঙ্গে প্রেমের খবর এতদিন খুব বেশি মানুষকে জানাননি। বিয়ে করে সোশ্যাল ওয়ালে অনুরাগীদের নিজেই এই খবর জানালেন আনন্দ।

গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন আনন্দ এবং অঙ্গীরা। বিয়ের ছবি শেয়ার করে আনন্দ লিখেছেন, ‘আমি আর অঙ্গীরা আমাদের পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করলাম। এই আনন্দটা আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম।’

একেবারে গোপনে ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ে করেছেন দম্পতি। প্যানডেমিকের কারণে ইচ্ছে থাকলেও অনেককে আমন্ত্রণ জানাতে পারেননি তাঁরা। তবে বিয়ের সব রকম আচার, অনুষ্ঠান পালন করেছেন বলে জানিয়েছেন।

শুধু পরিচালনা নয়, অভিনয়ও করেন আনন্দ। জি ফাইভ অরিজিনালস্-এর ছবি ‘নেল পলিশ’-এ শেষবার অভিনয় করেছেন আনন্দ। অন্যদিকে অঙ্গীরাকে শেষবার ‘কম্যান্ডো থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখেছেন দর্শক। ‘মে ডে’-র মতো ছবি রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন, Krrish 4: ‘কৃশ ৪’-এ কি ‘জাদু’কে ফেরাবেন হৃতিক?

Next Article