Krrish 4: ‘কৃশ ৪’-এ কি ‘জাদু’কে ফেরাবেন হৃতিক?
Krrish 4: ‘কৃশ’ ছবিটির একটি বিশ্বজনীন আবেদন ছিল। অনেক কিছুই এই ছবির মাধ্যমেই প্রথম দেখেছিলেন দর্শক।
২০০৩। হৃতিক রোশনের হাত ধরে ‘জাদু’র আবির্ভাব হল বলিউডে। সৌজন্যে রাকেশ রোশন পরিচালিত ‘কোই মিল গ্যায়া’। ২০০৬-এ ‘কৃশ’ এবং ২০১৩-এ ‘কৃশ ৩’-ও দেখেছেন দর্শক। প্রথম ছবির ১৫ বছর বর্ষপূর্তিতে কয়েকদিন আগেই ‘কৃশ ৪’-এর ঘোষণাও করে দিয়েছেন হৃতিক। কিন্তু এ বার কি জাদুকে ফেরাবেন তিনি? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চর্চা করছেন সিনে প্রেমীরা।
শোনা যাচ্ছে, নতুুন ছবিতে জাদু ফিরছে। অন্তত চিত্রনাট্য ভিন গ্রহের প্রাণীকে নিয়ে থাকবে বেশ কিছুটা অংশ। আবার হৃতিকের চরিত্রের টাইম ট্রাভেলও হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনও প্রকাশ্যে কিছু বলেননি।
২০১৮ নাগাদ এক সাক্ষাৎকারে রাকেশ জানিয়েছিলেন, ২০২০-র ক্রিসমাসে ‘কৃশ ৪’ মুক্তি পাবে। ২০১৯-এ হৃতিক জানান, ‘ওয়ার’ ছবির শুটিংয়ের পরই বাবার সঙ্গে বসে ‘কৃশ ৪’-এ পরিকল্পনা করে শুটিং শুরু করে দেবেন। কিন্তু প্যানডেমিকের কারণে সব পরিকল্পনা এতদিন স্থগিত ছিল। এ বার ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে বলে খবর।
‘কৃশ’ ছবিটির একটি বিশ্বজনীন আবেদন ছিল। অনেক কিছুই এই ছবির মাধ্যমেই প্রথম দেখেছিলেন দর্শক। আগে দেখা যায়নি, এমন অনেক জায়গায় শুটিংয়ের সৌজন্যে সে সব জায়গা দেখতে পেয়েছিলেন দর্শক। হৃতিকের লার্জার দ্যান লাইফ, সুপারহিরোর চরিত্র সব বয়সী দর্শকের পছন্দ হয়েছিল। তবে নতুন ছবিটি কে পরিচালনা করবেন, কাস্ট লিস্ট, কিছুই এখনও খোলসা করেননি হৃতিক। বলিউডের অন্দরের খবর, লকডাউন পরবর্তী সময় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই নতুন ছবি নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন নির্মাতারা।
আরও পড়ুন, Nusrat-Yash: শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা নুসরত, বিশেষ বার্তা দিলেন যশ