Big Announcement: আজ বড় ঘোষণা করণ জোহরের, তাতে রণবীর-বিজয় বা টাইগার-রশ্মিকার থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা?
Big Announcement: তাঁর ইচ্ছে এই দুই জনকে নিয়ে অ্যাকশনে ভরপুর কোনও ছবি করার। এবার সেই কথারই উপর কি শিলমোহর পড়তে চলেছে?
আজ সকাল ১০টায় করণ জোহর একটি বড় ঘোষণা করতে চলেছেন। তিনি নিজেই তাঁর ইনস্টাগ্রামে গতকাল এই মর্মে একটি পোস্ট করেন। পোস্টে লেখা, “রক্তপাত হতে চলেছে! সঙ্গে থাকুন। আগামীকাল ঘোষণা।” আর পোস্টের ক্যাপশনে লেখা, “আগামীকাল সকাল ১০টা। সঙ্গে থাকুন।”
করণ জোহরের এই পোস্ট দেখে বি-টাউনে শুরু হয়েছে নানা জল্পনা। কী এমন ঘোষণা করতে চলেছেন যেখানে রক্তপাত হবে। বেশির ভাগেরই ধারণা তিনি কোনও অ্যাকশন ছবির ঘোষণা করতে চলেছেন। দুটো তথ্য বলিউডের বাতাসে বইছে। ‘লাইগার’ ছবির হিন্দি ভার্সানের ট্রেলার লঞ্চের দিন মঞ্চে রণবীর সিং এবং বিজয় দেবেরাকোন্ডাকে একসঙ্গে দেখে তিনি মন্তব্য করেছিলেন, তাঁর ইচ্ছে এই দুই জনকে নিয়ে অ্যাকশনে ভরপুর কোনও ছবি করার। এবার সেই কথারই উপর কি শিলমোহর পড়তে চলেছে?
View this post on Instagram
খবর আরও একটা রয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে টাইগার শ্রফ এবং রশ্মিকা মনদানা একসঙ্গে সিনেমায় অভিনয় করতে চলেছেন। তবে কয়েকদিন আগে রশ্মিকা নিজেই জানিয়েছেন সিনেমা নয় তাঁরা একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করছেন। তখন সকলেই এটা বিশ্বাস করে নিলেও এখন যখন প্রযোজক করণ জোহর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যে তিনি আগামীকাল একটি বড় ঘোষণা করবেন, তাতে আবার এই বিষয়টি নিয়ে সকলে জল্পনা শুরু করেছেন। সবাই ভাবছেন টাইগার-রশ্মিকার যে প্রজেক্ট নিয়ে এতদিন কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার সেটাই প্রকাশ করবেন প্রযোজক। সেই ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। তবে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। করণ ঠিক কোন রক্তপাতের কথা বলছেন তা জানা যাবে।
রশ্মিকা সম্প্রতি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে তাঁর বলিউড ডেবিউ ছবি ‘মিশন মজনু’ মুক্তির জন্য প্রস্তুত। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করছেন তিনি। ‘গুডবাই’ ৭ অক্টোবর মুক্তি পাবে বলে ঘোষণাও করা হয়েছে ছবির অন্যতম প্রয়োজক একতা কাপুরের প্রযোজনা সংস্থা থেকে। এই নিয়েও হচ্ছে কথা। ‘মিশন মজনু’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে ঠিক কবে হবে তা এখনও জানা যায়নি। এর মধ্যে ‘গুডবাই’ ছবি মুক্তির তারিখ সামনে আসতেই মনে করা হচ্ছে অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবি দিয়েই সম্ভবত ‘পুষ্পা’-র নায়িকা বলিউড ডেবিউ করতে চলেছেন।
অন্যদিকে কৃতী শ্যাননের সঙ্গে ‘গণপথ’ ছবিতে অভিনয় করছেন টাইগার। ‘হিরোপান্তি’-এর পর কৃতির সঙ্গে ফের জুটি বাঁধবেন তিনি। চলতি বছরের ডিসেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। অভিনেতার শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘হিরোপান্তি ২’। তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে এই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি।