AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Disha Patani: দিশাকে এত বড় সারপ্রাইজ নতুন প্রেমিকের! টাইগারকে দিলেন টেক্কা, কীভাবে জানেন?

Disha Patani: গত বছরই ব্রেকআপ হয়ে যায় টাইগার শ্রফ ও দিশা পাটানির। বিচ্ছেদের পর দু'জনেই এগিয়ে গিয়েছেন জীবনে। জীবনে এসেছে নতুন মানুষ।

Disha Patani: দিশাকে এত বড় সারপ্রাইজ নতুন প্রেমিকের! টাইগারকে দিলেন টেক্কা, কীভাবে জানেন?
কী করালেন প্রেমিক?
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 1:54 PM
Share

গত বছরই ব্রেকআপ হয়ে যায় টাইগার শ্রফ ও দিশা পাটানির। বিচ্ছেদের পর দু’জনেই এগিয়ে গিয়েছেন জীবনে। জীবনে এসেছে নতুন মানুষ। এতদিন প্রিয় বন্ধু বলে পরিচয় দিতেন যার সেই অ্যালেক্সজেন্ডারই দিশা পাটানির নতুন প্রেমিক– এমনটাই গুঞ্জন এখন বলিপাড়ায়। এবার সেই অ্যালেক্সই দিশার জন্য ঘটিয়ে ফেললেন এমন এক কাজ, যা হয়তো আগে তাঁর জন্য কেউ করেননি। এমনকি টাইগারকেও দেখা যায়নি দিশার জন্য এমন কিছু করতে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে অ্যালেক্সের বাইসেপ্সে দিশার মুখ। হ্যাঁ, প্রেমিকার মুখই ট্যাটু করিয়েছেন তিনি। তাঁকে জুড়ে নিয়েছেন জীবনের সঙ্গে। যা দেখে নেটিজেনদের একটাই মত, ‘অ্যালেক্সই দিশার আদর্শ প্রেমিক।”

দাঁড়ান, এখানেই শেষ নয়, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে অ্যালেক্স আর দিশা তো রয়েছেনই। সঙ্গে রয়েছেন আরও একজন। তিনি আর কেউ নন, টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। দাদার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাতে কী? দিশার সঙ্গে তাঁর বন্ধুত্ব যে এখনও রয়েছে অটুট, সে প্রমাণই দিচ্ছে এই ভিডিয়ো।

ভালবাসার উপহার

প্রিয় মানুষের প্রতি ভালবাসার প্রদর্শনে ট্যাটু করা নতুন কোনও ট্রেন্ড নয়। এর আগে সইফ আলি খানকে দেখা গিয়েছিল করিনার নাম তাঁর হাতে ট্যাটু করাতে। অথবা ধরুন, দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন তাঁর ট্যাটু করেছিলেন তিনি। পরে যদিও বিচ্ছেদের পর সেই ট্যাটু মুছতেও হয়েছিল তাঁকে। এবার ট্যাটুর এই তালিকায় নাম লেখালেন অ্যালেক্সজেন্ডারও। তাঁদের প্রেম কতটা এগোয়, এখন সেটাই দেখার। অন্যদিকে টাইগারের জীবনেও এসেছেন নতুন মানুষ। বি-টাউন জানাচ্ছে তাঁর নতুন প্রেমিকার নামও দিশা, তিনি বলিউডের এক প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত আছেন।