দিশা সালিয়ানের রহস্য-মৃত্যুর এক বছর, তদন্ত পুনরায় শুরু করার আর্জি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 08, 2021 | 10:25 PM

গত বছর দিশার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। দিশা এবং সুশান্তের মৃত্যুর যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও চলেছিল বিস্তর কাঁটাছেঁড়া। আত্মহত্যা না হত্যা- এই দুইয়ের টানাপড়েনে শেষমেশ আইনের চোখে প্রামাণ্যতা পেয়েছিল আত্মহত্যাই।

দিশা সালিয়ানের রহস্য-মৃত্যুর এক বছর, তদন্ত পুনরায় শুরু করার আর্জি
দিশা এবং সুশান্তের মৃত্যুর যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে চলেছিল বিস্তর কাঁটাছেঁড়া।

Follow Us

দিশা সালিয়ানকে মনে আছে? গতবছর একটা দীর্ঘ সময় হেডলাইনে জায়গা করে নিয়েছিলেন বলিপাড়ার ওই পিআর ম্যানেজার…

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল গত বছর ১৪ জুন। তার ঠিক ছয় দিন আগেই অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার। ময়নাতদন্ত রিপোর্ট জানিয়েছিল বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, আত্মহত্যা করেছিলেন তিনি।

আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’

দেখতে দেখতে সেই মৃত্যুর এক বছর। দিশাকে ভোলেননি ‘আম-আদমি’। মঙ্গলবার সারাটা দিন ধরেই টুইটারে ট্রেন্ড করেন দিশার মামলা আবারও শুরু করার আর্জি। ট্রেন্ড করল #রিওপেনদিশাসালিয়ানকেস। নেটিজেনদের একাংশ দাবি করেলেন ‘জাস্টিস’। বছর পেরিয়ে গেলেও তাঁদের দৃঢ় বিশ্বাস দিশার মৃত্যু তদন্তের সুবিচার হয়নি।


গত বছর দিশার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। দিশা এবং সুশান্তের মৃত্যুর যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও চলেছিল বিস্তর কাঁটাছেঁড়া। আত্মহত্যা না হত্যা- এই দুইয়ের টানাপড়েনে শেষমেশ আইনের চোখে প্রামাণ্যতা পেয়েছিল আত্মহত্যাই। এমনকি দিশার পরিবারের লোকেরাও অনুরোধ করেছিলেন সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর মেয়ের মৃত্যুর যেন কোনও ইচ্ছাকৃত যোগ স্থাপনের চেষ্টা না করা হয়।


তবে সুশান্তের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল দিশার মৃত্যু নাকি গভীর ভাবে প্রভাব ফেলেছিল সুশান্তের মনে। শোনা গিয়েছিল, সুশান্ত নাকি ভাবতেও শুরু করেন দিশার মৃত্যুর জন্য দায়ী করা হতে পারে তাঁকে। সে জন্য মৃত্যুর দিন কয়েক আগে থেকে নিজের নাম বারবার গুগল করেছিলেন তিনি।

দিশা নেই, নেই সুশান্তও…তবে ওই দুই অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে চলেছেন নেটিজেনরা…আজও…

Next Article