Emraan Hashmi: উইকেন্ডেও বিশ্রাম নিচ্ছেন না ইমরান! ফিজি়ক দেখলে চমকে যাবেন অভিনেতার!
‘টাইগার জিন্দা হ্যাঁয়’ ছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘চেহরে’ ছবিতে দেখা যাবে তাঁকে।
ফের শিরোনামে ‘সিরিয়াল কিসার’! না না কোনও নায়িকাকে চুমু খাননি ইমরান হাশমি! তবে যা করেছেন তার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। নিজেকে একেবারে বদলে ফেলেছেন অভিনেতা। কারও কারও কাছে, উইকেন্ড মানে একটু বিশ্রাম, আয়েস কিংবা একটু থিতু হওয়া তবে অভিনেতা ইমরানের কাছে গোটাটাই একেবারে আলাদা কিছু।
বিয়াল্লিশ বছর বয়সী অভিনেতা তাঁর শারীরিক রূপান্তরের এক চমকপ্রদ আভাস দিয়ে ইনস্টাগ্রামে ‘চেক ইন’ করেছিলেন। ক্যাপশনে ইমরান হাশমি ইঙ্গিত দিয়েছেন যে এটি তাঁর রূপান্তরের প্রথম পর্যায় এবং তাঁকে আরও অনেক পথ হাঁটতে হবে। ‘এটি শুধুমাত্র শুরু’ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন তিনি। শার্টলেস ছবিতে এ যেন এক নতুন ইমরান। সিক্স প্যাক অ্যাবস একেবারে স্পষ্ট। মুখে মাস্ক, মাথায় লাল ফেট্টি কিন্তু অ্যাটিটিউডে ইমরান এক নম্বরে। ছবিতে নিজের প্রশিক্ষকদের ট্যাগও করেছেন তিনি। পোস্ট হতেই সেই ছবি একের পর এক লাইক-কমেন্টের বহর উপচে পড়ছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে হাশমি ভক্তদের মতে, তাঁর ট্রান্সফর্মেশন ‘টাইগার জিন্দা হ্যাঁয়’-এর সিক্যুয়ালের প্রস্তুতি। এই ছবিতে তিনি সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে চলেছেন। শুধু তা-ই নয় একেবারে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ইমরান। বেশ কিছুদিন আগে ইমরান লেখেন, ‘চারটে অ্যাবস চলে এসেছে, দুটি এখনও আসেনি। যদি বাটার চিকেন না খেতাম, ওগুলোও চলে আসত।
View this post on Instagram
‘টাইগার জিন্দা হ্যাঁয়’ ছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘চেহরে’ ছবিতে দেখা যাবে তাঁকে। হরর ফিল্ম ‘এজরা’তেও তাঁকে দেখা যাবে। এ বছরের শুরুতে ক্রাইম ড্রামা ‘মুম্বই সাগা’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে সর্বশেষ দেখা গিয়েছিল ইমরান হাশমিকে।
আরও পড়ুন Anil Kapoor and Madhuri Dixit: ‘জয় জয় শিবশঙ্কর’ গান চলছে সঙ্গে অনিল-মাধুরীর ‘রেট্রো’ ডান্স!