Shubman-Sara: গুঞ্জনের মাঝেই ‘ফাঁস’ সারা-শুভমনের ‘গলা জড়ানো’ ছবি! ‘তবে কি…’

Shubman-Sara: 'হামারি ভাবি ক্যায়সি হ্যায়? সারা ভাবি জ্যায়সি হ্যায়'-- বাইশগজের গ্যালারিতে এই স্লোগান শুনে মনে মনে হাসেননি, এ হেন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। খোদ বিরাট কোহলিও দর্শকদের উৎসাহ দিয়েছিলেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর ও ক্রিকেটার শুভমন গিলের সম্পর্কের জল্পনা উস্কে দেওয়ার জন্য।

Shubman-Sara: গুঞ্জনের মাঝেই 'ফাঁস' সারা-শুভমনের 'গলা জড়ানো' ছবি! 'তবে কি...'
শুভমন-সারা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 3:53 PM

‘হামারি ভাবি ক্যায়সি হ্যায়? সারা ভাবি জ্যায়সি হ্যায়’– বাইশগজের গ্যালারিতে এই স্লোগান শুনে মনে মনে হাসেননি, এ হেন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। খোদ বিরাট কোহলিও দর্শকদের উৎসাহ দিয়েছিলেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর ও ক্রিকেটার শুভমন গিলের সম্পর্কের জল্পনা উস্কে দেওয়ার জন্য। বিশ্বকাপের ম্যাচে গিলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল সারাকে। শুধু কি তাই? ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে শুভমনের ৯২ করে আউট হওয়ায় সারা যে পরিমাণ ভেঙে পড়েছিলেন সেই প্রতিক্রিয়া তো এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এ সব গুঞ্জন, জল্পনা, কানফিসফিসের মাঝেই ফাঁস সারা ও শুভমনের এক ‘গলা জড়ানো’ ছবি। যে ছবি নিয়েই এখন চারিদিক মুখরিত। ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাকে চেয়ারে বসে রয়েছেন শুভমন গিল। আর তাঁকে গলা জড়িয়ে ধরে আছেন সারা। দু’জনের মুখে হাসি যেন কিছুতেই ধরছে না আর। এই ছবি দেখেই যে মুহূর্তে আপনি ভেবেই ফেলেছেন যে সম্পর্কে শিলমোহর দিয়েই দিলেন দু’জনে। ঠিক তখনই টিভিনাইন বাংলা আপনাকে জানাচ্ছে ছবির নেপথ্যের এক সত্য। জানাচ্ছে যে ছবিটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে তা আদপে মরফড বা বিকৃত।

নকল-আসল

আসল ছবিটি লক্ষ্য করলেই দেখা যাবে, সেখানে সারার পাশে শুভমন নয়, বরং রয়েছেন তাঁর ভাই অর্জুন তেন্ডুলকর। সবটাই ফ্যানেদের কারসাজি, আদপে ‘ফটোশপ’। দু’জনকে একসঙ্গে দেখতে চান এমন লোকের সংখ্যা কিন্তু কম নেই ।এরকম কেউ অর্জুনের মুখ বদলে দিয়েছেন শুভমনের সঙ্গে। ছবির নেপথ্যের সত্যতা যাচাই না করেই তা হচ্ছে ভাইরাল। তবে শুধু সারাই নয়, শুভমন এই মুহূর্তে টিনএজারদেরও ক্রাশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর রান দেখে খুশি সকলেই। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি, এখন সেটাই দেখার।