হঠাৎ করেই ভাইরাল অভিনেতা সলমন খানের এক ছবি। যে সে ছবি নয়, বিয়ের ছবি! ছবিতে দেখা যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সদ্যবিবাহিতা। তাঁর হাতে সলমন সযত্নে পরিয়ে দিচ্ছেন আংটি। স্ত্রীও কিন্তু যে সে নন। তিনি সলমনের সহ অভিনেতা। ইন্ডাস্ট্রিতে তাঁর পথ চলা ভাইজানের সঙ্গেই। ভাইরাল হওয়া ছবিতে স্ত্রীর বেশে কাকে দেখা যাচ্ছে জানেন? সোনাক্ষী সিনহাকে। দেখা যাচ্ছে সোনাক্ষীকেই নাকি চুপিসারে বিয়ে করেছেন সলমন।
সত্যিই কি এমনটা হয়েছে? ৩৪ বছরের সোনাক্ষী কি সত্যিই মালা দিয়েছেন ৫৬-র সলমন খানকে? জানিয়ে রাখা যাক, এ খবর সত্যি নয়। ভাইরাল হওয়া ওই ছবিও আদপে ফোটোশপ। বলা ভাল, ফ্যান মেড। সলমন আর সোনাক্ষীর অনস্ক্রিন কেমিস্ট্রি সেই দাবাং থেকেই পছন্দ দর্শকের। অনস্ক্রিন কেমিস্ট্রিকে অফস্ক্রিন দেখার আশাতেই বোধহয় ওই কীর্তি ফ্যানের।
প্রসঙ্গত, বিগত বেশ কিছু ধরেই নোটবুক অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বলিপাড়া। যদিও এ নিয়ে মুখ খুলেছিলেন সোনাক্ষী নিজেই। বলেছিলেন, “জাহির আমার প্রিয় বন্ধু। এই সব খবরে আমাদের হাসিই পায়। ওর প্রথম ছবি নোটবুকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ও খুব ভাল অভিনেতাও।”
সম্প্রতি বলিউডে ১১ বছর পূর্ণ করেছেন সোনাক্ষী। সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ হয় তাঁর। তাঁর প্রথম ছবি ‘দাবাং’-এ সলমনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। বলিউডে তাঁকে লঞ্চ করেন ভাইজানই। তবে বিয়ে? না, সলমনকে সোনাক্ষী মেন্টরই ভাবেন।
আরও পড়ুন: ‘এমন ব্যান্ড বাজাব তোমার…’, রাখীকে প্রকাশ্যেই হুমকি দিলেন প্রাক্তন স্বামী