দ্বিতীয় বার মা হলেন গীতা, ‘জীবন সম্পূর্ণ’ বললেন হরভজন

Geeta Basra and Harbhajan Singh: হরভজন লিখেছেন, ‘আমাদের হাত ধরার জন্য নতুন ছোট্ট হাত এসে গিয়েছে। অসাধারণ উপহার। খুব স্পেশ্যাল। আমাদের জীবন সম্পূর্ণ হল।’

দ্বিতীয় বার মা হলেন গীতা, ‘জীবন সম্পূর্ণ’ বললেন হরভজন
দম্পতি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 2:00 PM

পুত্র সন্তানের জন্ম দিলেন গীতা বসরা। তিনি এবং হরভজন সিং এখন এক কন্যা এবং এক পুত্র সন্তানের মা, বাবা। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হরভজন স্বয়ং।

হরভজন লিখেছেন, ‘আমাদের হাত ধরার জন্য নতুন ছোট্ট হাত এসে গিয়েছে। অসাধারণ উপহার। খুব স্পেশ্যাল। আমাদের জীবন সম্পূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের সুস্থ পুত্র সন্তান আশীর্বাদ হিসেবে দেওয়ার জন্য। গীতা এবং শিশু দুজনেই ভাল আছে। আমরা আনন্দে অভিভূত। আমাদের সকল শুভাকাঙ্খীকে তাঁদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রেগন্যান্সির আগে থেকেই যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রেখেছিলেন গীতা। শুধু প্রেগন্যান্ট মহিলারাই নন। প্রত্যেকেরই যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা উচিত বলে মনে করেন তিনি। তবে একটা বিষয়ে বারবার সতর্ক করেছেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যোগা করা বিপদজনক। তা মনে করিয়ে দিয়েছেন গীতা। কিছুদিন আগে ভার্চুয়ালি বন্ধুদের উপস্থিতিতে বেবি শাওয়ার এনজয় করেছিলেন তিনি।

ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’ এবং ‘দ্য ট্রেন’-এর মাধ্যমে হিন্দি ফিল্ম জগতে আত্মপ্রকাশ করেছিলেন গীতা। পরে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছিল তাঁকে। গীতার জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার শহরে । কম বয়সেই তিনি অভিনয়ের জন্য স্বপ্নের শহর মুম্বইয়ে চলে এসেছিলেন। নিজেকে মাধুরী দীক্ষিতের অনুরাগী বলে দাবি করেন। মাধুরীর মতোই নাচ তাঁর প্যাশন। প্রায় তিন বছর ডেট করার পর ২০১৫ সালে হরভজনের সঙ্গে এবং গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী গীতা বসরা। ২০১৬ সালে প্রথম কন্যা সন্তান হিনায়ার জন্ম। ৩৭ বছর বয়সে ফিল্ম জগৎ থেকে সাময়িক ভাবে সরে আসেন গীতা। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে কিছুটা বড় হলে ফের কাজে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন, চুমুর দৃশ্যটা টেকনিক্যাল ছিল, কোনও মজা নয়: অশ্লেষা ঠাকুর