Baby Vamika: ভামিকার ছয় মাস, সন্তানের অদেখা ছবি প্রকাশ্যে আনলেন মা অনুষ্কা
মোট তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। প্রথম ছবিতে মায়ের পাশে শুয়ে রয়েছে ছোট্ট ভামিকা। দ্বিতীয় ছবি বাবার কোলে সে, আর তৃতীয় ছবিতে তিন জনের পায়ের ছবি...বাবা-বেবি-ও মা।
ঠিক ছয় মাস আগে এক দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। হিন্দু পুরাণ মতে, দেবী দূর্গার আরেক নাম ভামিকা। শিবের ডান পাশের স্থানের নামও ভামিকা।সন্তানের জন্মের পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা এই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন যে, ভামিকার মুখের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পাক, তা তাঁরা চান না। অভিনব কায়দায় সাংবাদিকদের উপহার পাঠিয়ে এই অনুরোধ করেছিলেন তাঁরা। সৃষ্টি হয়েছিল নতুন ট্রেন্ড।
ভামিকার জন্মের ছয় মাস পরে মা অনুষ্কা নিজেই শেয়ার করলেন তাঁর সন্তানের ছবি। তবে সন্তানের মুখ দেখতে পাওয়া গেল না এবারেও। কখনও সাইড ফেস আবার কখনও পা ব্যাক সাইড– খুশি থাকতে হল নেটিজেনদের। তবে ওই একরত্তি ভামিকার ছয় মাসে মাথা ভর্তি কালো চুল দেখে অবাক নেটিজেনরা। পাঠিয়েছেন ভালবাসা, আশীর্বাদ। অন্যদিকে মেয়ের ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, “এই একটা হাসিই আমাদের পুরো দুনিয়াটির বদল ঘটিয়ে দিতে পারে। আশা করছি যে ভাবে তুমি তাকাও সেই ভালবাসা দিয়েই সারাজীবন কাটিয়ে দিতে পারব আমরা। আমাদের তিন জনকেই হ্যাপি ৬ মান্থস।”
View this post on Instagram
মোট তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। প্রথম ছবিতে মায়ের পাশে শুয়ে রয়েছে ছোট্ট ভামিকা। দ্বিতীয় ছবি বাবার কোলে সে, আর তৃতীয় ছবিতে তিন জনের পায়ের ছবি…বাবা-বেবি-ও মা। সুখী পরিবারের যেন এক চিরন্তন ফ্রেম। বয়স দু’মাস হতে না হতেই মেয়েকে নিয়ে সারা বিশ্ব ট্র্যাভেল করছেন অনুষ্কা-বিরাট। তাঁর মুখ দেখতেও অধীর আগ্রহী পাপারাৎজি। তবে নাছোড়বান্দা নয়। কারণ ভামিকার জন্ম হতেই অনুষ্কা-বিরাট যে প্যাপদেরই দায়িত্ব দিয়েছিলেন ভামিকার প্রাইভেসি বজায় রাখার! মাস্টার মাইন্ড, একেই বলে?
আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের জন্য স্বার্থত্যাগ করেছিলেন সুস্মিতা সেন!