১০ ডিসেম্বর। ৪১ বছরে পা দিলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। জন্মদিন পালন করতে বাগদত্তা নন্দিতা মহতানিকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মিশরে। পিরামিডের সামনে দাঁড়িয়ে কেক কাটলেন বিদ্যুৎ। সে এক অভিনব কেক। মনে হবে বালি দিয়ে তৈরি। কিন্তু সেই কেকও হুবহু পিরামিড।
প্রেমিকের জন্মদিন পালনের ছবি পোস্ট করে নন্দিতা লিখেছেন, “শুভ জন্মদিন আমার ভালবাসা, আমার প্রেম… তোমাকে আমি ভালবাসি।”
কিছুদিন আগে অভিনব কায়দায় নন্দিতাকে আংটি পরিয়েছেন বিদ্যুৎ। আগ্রায় মিলিটারি ক্যাম্পে ১৫০ মিটারের ব়্যাপেলিং করার সময় প্রেমিকাকে আংটি পরান বিদ্যুৎ।
তারপর তাজ মহলের উদ্দেশে রওনা হন দু’জনে। কিছুদিন আগেই তাঁদের তাজ মহলের ছবি ভাইরাল হয়েছিল। এটাই সেই ছবির নেপথ্যের কাহিনি। সেই ছবিতে নন্দিতার আঙুলে বড় আংটি দেখে অনেকে অনুমান করেছিলেন তাঁদের বাগদান পর্ব হয়ে গিয়েছে। সে সময় অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা। বাগদানের কথা আগেই ঘোষণা করে দিতেন যদি প্রিয় বন্ধু সিদ্ধার্থ শুক্লার মৃত্যু না ঘটত। তেমনটাই জানিয়েছেন বিদ্যুৎ।
বিদ্যুৎ জামওয়াল মানেই অন্যরকম কিছু। বিয়ের প্ল্যান বলতে গিয়ে তিনি বলেছেন, তাঁর বিয়ে আর পাঁচ জনের মতো হবে না। সদ্য ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সনক’। ‘সনক’–এ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এটাই রুক্মিণীর বলিউড ডেবিউ। নায়কের এনগেজমেন্টের খবরে খুশি তাঁর অনস্ক্রিন নায়িকাও। বিদ্যুতকে শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী টুইট করেছিলেন, ‘অভিনন্দন, কী সুন্দর এটা। সারা জীবন তোমরা আনন্দে থাকো, সেই কামনা করি। … দুলহে সাব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে।’
বিদ্যুৎ জামওয়াল। অসম্ভব ফিট একজন অভিনেতা। তিনি ‘কমান্ডো’ ছবির হিরো। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। অসংখ্য মানুষের মন জয় করেছেন অল্প সময়ের মধ্যে। এমন সুদর্শন অভিনেতার তালিকায় মহিলা ফ্যানের সংখ্যাই বেশি।
আরও পড়ুন: Vikat Wedding: বিয়ে শেষ, মুম্বই ফেরার পথে প্রিয়জনরা, এটাই মধুচন্দ্রিমার সময়!