প্রশংসা শুনতে কার না ভাল লাগে বলুন? কিন্তু সেই প্রশংসা যদি করেন বলিউড অভিনেতা হৃতিক রোশন, তাহলে তো আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। গুণী শিল্পীর কদর করতে জানেন হৃতিক। সম্প্রতি এক অনামী গায়ককে এমনই প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতা।
কুমার শানুর গাওয়া জনপ্রিয় গান ‘যব কোই বাত বিগর যায়ে’ সম্প্রতি গেয়েছেন জনৈক শিল্পী শাকিল। সেই স্ট্রিট পারফর্মারের উপস্থাপনা এতটাই ভাল লেগেছে, প্রশংসা করেছেন হৃতিক স্বয়ং। আপাতত সেই শিল্পীর গাওয়া গান ভাইরাল।
হৃতিক সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ। এর আগে এক টিকটিক ব্যবহারকারীর নাচের ভিডিয়ো দেখেও প্রশংসা করেছিলেন। পরে তা ভাইরাল হয়। এক্ষেত্রে শাকিলের প্রশংসা করেছেন হৃতিক, কুণাল কাপুরের মতো বলি ব্যক্তিত্বরা। পরিবার শাকিলের এই পেশা মেনে না নিলেও স্ট্রিট পারফর্মার হিসেবে গর্বিত তিনি। আর হৃতিকের মতো শিল্পীর কাছ থেকে প্রশংসা পেয়ে কনফিডেন্ট অনেকটাই বেড়ে গিয়েছে তাঁর।
আপাতত হৃতিক ব্যস্ত ‘ফাইটার’ নিয়ে। হৃতিক এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম ছবি ‘ফাইটার’। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে এই ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ‘ফাইটার’ একটা স্বপ্নের ছবি। বড় পর্দার জন্যই তৈরি করা হবে এই ছবি। আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই তৈরি করবেন নির্মাতারা। অবশ্যই চিত্রনাট্যে থাকবে ভরপুর দেশাত্মবোধের গল্প।
অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। হৃত্বিক অভিনীত ব্লকবাস্টার ‘ওয়ার’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দই এই ছবির ক্যাপটেন অফ দ্য শিপ। তাই ওয়ারের রেশকে জিইয়ে রেখেই তৈরি হচ্ছে ফাইটার। তবে আরও বড় ধামাকার সঙ্গে আসছে এই ছবি। বলি অন্দরের অনেকেই মনে করছেন, ওয়ারের সব রেকর্ড ভেঙে দেবে ‘ফাইটার’। তাক লাগাবে এই ড্রিম প্রজেক্ট। ছবির কাস্টের নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। যে জুটিকে দর্শক আগে কখনও দেখেননি, তার জন্য আলাদা উচ্ছ্বাস থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।
‘ফাইটার’ দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি। একটু খোলসা করে বললে, আকাশে থাকবে যুদ্ধের সিকুয়েন্স। হলিউডের অ্যাকশন ছবিতে হামেশাই দেখা যায় এই ধরনের অ্যাকশনের দৃশ্য। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি হলিউডকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। গ্লোবাল দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ফাইটার। ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। পৃথিবীর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। হৃত্বিককে দেখা যাবে সম্পূর্ণ নতুন অবতারে। এক এয়ার ফোর্স অফিসারের চরিত্রে। ভারতীয় ফ্লেভারের মিশেলে থাকবে বীরত্ব, আত্মত্যাগ ও জাতীয়তাবাদের গাথা। আরও চমক, ছবিটি কেবল হিন্দিতে নয়, মুক্তি পাবে তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও। ‘ফাইটার’ তৈরি হচ্ছে সিনেমা হলে রিলিজের কথা মাথায় রেখেই। একক ভাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন দুজনেই বলিউডের সফল মুখ। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে জুটি হিসেবে প্রথমবার কাজ করছেন। এক ভাবে যে জনপ্রিয়তা এসেছে, জুটি হিসেবেও তেমনটাই হবে বলে আশা নির্মাতাদের। এই জুটি দর্শকের পছন্দ হলে ভবিষ্যতে ফের তাঁদের নিয়ে চিত্রনাট্য লিখবেন পরিচালকরা।
আরও পড়ুন, Durga Puja 2021: আমার কাছে অষ্টমী মানে শাড়ি, আর সন্ধের আকর্ষণ ধুনুচি নাচ: শ্বেতা ভট্টাচার্য