নতুন অ্যাপে শমিতাকে কাস্ট করতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা, রাজ-ঘনিষ্ঠ গহনা বশিষ্ঠ জানিয়েছেন এমনটাই। পর্নকাণ্ডে রাজের গ্রেফতারের পর নীরবতাইকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পা শেট্টির বোন শমিতা। অবশেষে মুখ খুললেন তিনি। সাফ জানালেন, দিদির পাশেই তিনি।
মুক্তি পেয়েছে শিল্পা অভিনীত ছবি ‘হাঙ্গামা ২’। এই ছবি দিয়ে কার্যত বলিউডে কামব্যাক করতে চেয়েছিলেন শিল্পা। কিন্তু ছবি মুক্তির দিন চারেক আগেই ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে তাঁর। স্বামী জেলে, তাঁকেও ছ’ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ছবি মুক্তির দিন তাঁর কেটেছে এভাবেই। এমতাবস্থায় দিদির পাশে দাঁড়িয়ে দিদির ছবির প্রচার করে শমিতা একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “আমার প্রিয় মুঙ্কি ১৪ বছর পর তোমার ছবি মুক্তি পাচ্ছে। আমি জানি এই ছবির জন্য অনেক খেটেছ তুমি। তোমায় ভালবাসি, আজীবন বাসব। আমি জানি জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তোমায়। আর তা থেকেই একটা জিনিস আমি বুঝে গিয়েছি। যত বেশি ওঠাপড়ার মধ্যে দিয়ে তুমি গিয়েছ তত বেশি শক্তিশালী হয়েছ তুমি। আমি জানি, এই মেঘ একদিন না একদিন কেটে যাবে…।” দিদির পাশে দাঁড়ানোয় অবশ্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে শমিতাকে। বারেবারেই এসেছে তাঁর জামাইবাবুর পর্ন-যোগের কথা।
শুক্রবার শমিতার পোস্টের সুর শোনা গিয়েছিল শিল্পা শেট্টির টুইটেও। ছবিটি দেখার অনুরোধ জানিয়ে শিল্পা লিখেছিলেন, “আমি যোগার অভ্যাসে বিশ্বাস করি। একমাত্র জায়গা যেখানে জীবনের অর্থ এই মুহূর্তটাই। ‘হাঙ্গামা ২’ টিমের সকল সদস্য কঠিন পরিশ্রম করে একটা ভাল ছবি তৈরি করতে চেয়েছেন। ছবিটার কখনও কষ্ট পাওয়ার কথা নয়। সুতরাম আজ আমি সকলের কাছে অনুরোধ করব, পরিবারের সকলকে নিয়ে হাসিমুখে ছবিটা দেখুন। অন্তত এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য ছবিটা দেখুন।”
প্রসঙ্গত, রাজের মালিকানাধীন অন্য একটি কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা। কিন্তু সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু বিতর্ক থামছেই না। চরম বিপাকে শেট্টি ও কুন্দ্রা পরিবার।
আরও পড়ুন-পর্ন কাণ্ডে শিল্পার বয়ান রেকর্ড, ‘হাঙ্গামা ২’ দেখার অনুরোধ অভিনেত্রীর