Kamaal R Khan: সি গ্রেড অভিনেতাদের সি গ্রেড ছবির রিভিউ করি না! তাপসী পান্নুকে কটাক্ষ কামাল খানের
গত মাসে কেআরকে বিদ্যা বালন অভিনীত অমিত মাসুরকারের ‘শেরেনি’-র রিভিউ করতে অস্বীকার করেন।
কামাল রশিদ খান। যিনি ‘কেআরকে’ নামেও পরিচিত। নিজেকে চলচ্চিত্র সমালোচক হিসাবে বর্ণনা করেন এবং প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। অতীতে তিনি সলমন খান ও মিকা সিংয়ের সঙ্গে তুমুল লড়াই হয়েছে। সম্প্রতি আবার কেআরকে-র নাম উঠে এল শিরোনামে। তাপসী পান্নুকে ‘সি-গ্রেড’ অভিনেত্রী বলেন কামাল। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হসিন দিলরুবা’-কেও ‘সি গ্রেড’ হিসাবে আখ্যা দেন।
২ জুলাই তাপসী পান্নু অভিনীত ছবি ‘হসিন দিলরুবা’ রিলিজ হয় নেটফ্লিক্সে। কেআরকে এই বিষয়ে টুইট করে লেখেন, ‘অনেকে আমাকে হসিন দিলরুবা ছবিটি রিভিউ করতে বলছেন। সবার আগে, আমি জানি না এই ছবিটি কখন এবং কোথায় রিলিজ হয়েছে। দ্বিতীয়ত, আমি সি গ্রেড অভিনেতাদের সি গ্রেড ফিল্মের রিভিউ করি না কারণ আমি ডক্টার কেআরকে বিশ্বের এক নম্বর সমালোচক। তাপসী পান্নু ছাড়াও ভিনাইল ম্যাথিউয়ের পরিচালিত মার্ডার মিস্ট্রি ‘হাসিন দিলরুবা’তে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে এবং বিক্রান্ত ম্যাসি। ছবির গল্পটি লিখেছেন কনিকা ঢিলন।
গত মাসে কেআরকে বিদ্যা বালন অভিনীত অমিত মাসুরকারের ‘শেরেনি’-র রিভিউ করতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন যে রিভিউ করার অনুরোধে তিনি প্লাবিত তবে একটি ‘ছোট’ ফিল্ম বলে মনে করেছিলেন কামাল এবং তাঁর মনে হয়েছিল সময়ের অপচয়।
সম্প্রতি, কেআরকে ঋত্বিক রোশন, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, জন আব্রাহাম এবং আয়ুষ্মান খুরানা সহ শীর্ষস্থানীয় তারকাদের তাঁর পরিচালিত এবং প্রযোজিত ছবিতে অভিনয় করার জন্য আবেদন করেন। তিনি তাঁদেরকে আবেদনে সাড়া দিয়ে ‘গোটা বলিউডকে বাঁচানোর’ জন্য অনুরোধ করেন। কারণ এটিই একমাত্র উপায়, তাঁর রিভিউ বন্ধ করার।