Shah Rukh Khan and Vidya Balan: কেন শাহরুখের সঙ্গে ছবি করেননি? বিদ্যা উত্তরে বললেন…
সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরনি’ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালন ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘কাহানি’, ‘ডার্টি পিকচার’ এবং আরও অনেক ছবি করেছেন যা একেবারে মহিলা-নেতৃত্বাধীন। এমন ফিল্মে অভিনয় করে তিনি যে প্রশংসা কুড়িয়েছেন তেমন সমালোচনার মুখেও পড়তে হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরনি’ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। একজন বন কর্মকর্তা হিসাবে বিদ্যা ভিনসেন্টের পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই প্রশংসিত হয়েছিল। বহুবার তাঁকে এক প্রশ্নের জবাব জানতে চাওয়া হয় বিদ্যার কাছে—শাহরুখ খানের বিপরীতে অভিনেত্রীকে কেন তাঁকে দেখা যাচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, বিদ্যা বালন সর্বাধিক করা প্রশ্নের উত্তর দিয়েছেন। ভক্তদের বিপুল চাহিদা সত্ত্বেও তিনি কেন এখনও বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে কাজ করেননি। তবে বিদ্যা যে একেবারে কাজ করেননি তাও সঠিক নয়। ২০০৭ সালের ছবি ‘হে বেবি’-তে শাহরুখের সঙ্গে কয়েক মিনিটের জন্য স্ক্রিন স্পেস শেয়ার করেন বিদ্যা। শাহরুখের ‘মস্ত কলন্দর’ (ফিল্মের গান) স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। তবে দু’জন কখনও একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।
View this post on Instagram
বিদ্যা প্রশ্নের উত্তরে বলেন, “আমি যখনই কোনও ফিল্মের প্রচার করি তখন আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়। প্রচুর লোক আমাকে বলেছেন যে আমরা শাহরুখ খান এবং আপনাকে একসঙ্গে দেখতে চাই। তবে এটি ঠিক এমনভাবে হয় না। আমাকে কখনও শাহরুখ খানেৎ ছবির জন্য প্রস্তাব করা হয়নি।। সুতরাং, আমি মনে করি এটা কখনও হবে এবং আশা করি, যদি এমন কোনও ছবি হয় যার প্রতি আমার আগ্রহ থাকে তাহলে আমরা একসঙ্গে কাজ করব।