ছোট করে কাটা চুল, ‘চেনাই দায়’! বহুদিন পরে মেয়ের সঙ্গে প্রকাশ্যে ইমরান খান 

২০১৫ সালে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে এক ছবিতে অভিনয়ের পর তাঁকে আর দেখা যায়নি কোনও ছবিতে। স্ত্রী অবন্তিকার সঙ্গেও তাঁর সম্পর্কের যে অবনতি ঘটেছে সে খবর জানা সকলেরই। দর্শক মনে প্রশ্ন জেগেছিল তবে কি সিনে দুনিয়াকেও বিদায় জানিয়েছেন ইমরান?

ছোট করে কাটা চুল, চেনাই দায়! বহুদিন পরে মেয়ের সঙ্গে প্রকাশ্যে ইমরান খান 
মেয়ের সঙ্গে ইমরান

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 19, 2021 | 4:39 PM

 

এক ঝলকে দেখলে চেনাই দায়! মুম্বইয়ের বিচে মেয়ে এবং বোনের সঙ্গে বেরিয়েছিলেন বহুদিন পর। সেই ছবি প্রকাশ্যে আসতেই অবাক নেটিজেন। সেই ইমরান এই ইমরান!

২০১৫ সালে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে এক ছবিতে অভিনয়ের পর তাঁকে আর দেখা যায়নি কোনও ছবিতে। স্ত্রী অবন্তিকার সঙ্গেও তাঁর সম্পর্কের যে অবনতি ঘটেছে সে খবর জানা সকলেরই। দর্শক মনে প্রশ্ন জেগেছিল তবে কি সিনে দুনিয়াকেও বিদায় জানিয়েছেন ইমরান? শোনা গিয়েছিল মেয়ে ইমারাকে নিয়ে আলাদা থাকছেন অবন্তিকা। বহুদিন পর প্ৰিয় অভিনেতাকে দেখতে পেয়ে খুশি ভক্তরা। যদিও তাঁর চেহারার পরিবর্তনে কিছুটা হলেও অবাক তাঁরা।


পাপারাজ্জিদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে মেয়ের হাত শক্ত করে ধরে রয়েছেন ইমরান। মুখে রয়েছে মাস্ক। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হলেও মেয়ের সঙ্গে যে সম্পর্কে অটুট সে ধারণা করাই যায়। জানে তু ইয়া জানে না – ছবির মধ্যে দিয়েই বলিপাড়ায় হাতেখড়ি আমির খানের ভাগ্নের। মামার মতোই তাঁর চকলেট বয় লুক পছন্দ হয়েছিল দর্শকদের।

আরও পড়ুন-‘প্রেমিক’-এর জন্মদিনের পার্টিতে সপরিবারে শ্রাবন্তী, সম্পর্ক এগোল আরও এক ধাপ?

২০১১ সালে প্রেমিকা অবন্তিকাকে বিয়েও করেন ইমরান। ২০১৪ তে জন্ম হয় তাঁদের একমাত্র সন্তানের। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত অভিনয় নয়, ইমরান ঝুঁকছেন সিনেমা পরিচালনার দিকেই।