AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor Khan-Imtiaz Ali-Jab We Met: ববির অভিযোগ করিনার জন্য নাকি ‘জব উই মেট’ হাতছাড়া হয় তাঁর!

Kareena Kapoor Khan-Imtiaz Ali-Jab We Met: কিন্তু তারপর ববির জায়গায় চলে আসেন শাহিদ। এই বিষয়টি এক সাক্ষাৎকারে স্বয়ং জানান ববি দেওল।

Kareena Kapoor Khan-Imtiaz Ali-Jab We Met: ববির অভিযোগ করিনার জন্য নাকি ‘জব উই মেট’ হাতছাড়া হয় তাঁর!
করিনার জন্য ‘জব উই মেট’ ছবি হাতছাড়া ববির
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 9:35 PM
Share

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবি করিনা কাপুর খান এবং শাহিদ কাপুরের কেরিয়ারে একটা অন্য মাত্রা এনে দিয়েছিল। এই সময় দুজনে সম্পর্কে ছিলেন। তবে শাহিদ কিন্তু তাঁর অভিনীত চরিত্রটির জন্য ইমতিয়াজের প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে ঠিক ছিল ওই চরিত্রে অভিনয় করবেন ববি দেওল। সেই মতো সবকিছু এগিয়েও ছিল। কিন্তু তারপর ববির জায়গায় চলে আসেন শাহিদ। এই বিষয়টি এক সাক্ষাৎকারে স্বয়ং জানান ববি দেওল। ইমতিয়াজ ববির বন্ধু। তা সত্ত্বেও তাঁর সঙ্গে কেন করলেন এমন? উত্তরে ববি জানান, সবটাই হয়েছে করিনার জন্য। তিনি-ই নাকি শাহিদের নাম সুপারিশ করেছিলেন পরিচালকের কাছে। ববি তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথমে করিনা ইমতিয়াজের সঙ্গে দেখাই করতে চাননি। তখন অবশ্য ববিকে নিয়ে ইমতিয়াজ কাজ শুরু করে দিয়েছিলেন।

এর পর করিনা ইমতিয়াজকে জানান, তাঁর বিপরীতে শাহিদকে নেওয়া হলেই তিনি ছবিতে অভিনয় করবেন। ববি অবাক হয়ে যান যখন দেখেন করিনা, ইমতিয়াজ ছবির কাজ শুরু করেছেন, শাহিদও তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। এরপর অবশ্য ববি আর কোনও ইমতিয়াজের ছবি দেখেননি। যদিও তিনি দাবি করেন এখনও পরিচালকের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তবে যতক্ষণ না ইমতিয়াজ একটি ছবি তাঁকে নিয়ে করছেন, তিনি তাঁর তৈরি ছবি দেখবেন না।

‘জব উই মেট’ বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে। দর্শক থেকে সমালোচক সকলেই পছন্দ করেন ছবি। করিনা-শাহিদ দুইজনের অভিনয়ই প্রশংসিত হয়। তবে এরপর দুইজনে ব্যক্তিগত জীবনে আলাদা হয়ে যান। করিনা সইফ আলি খানকে এবং শাহিদ মীরা রাজপুতেক বিয়ে করেন। দুইজনে এর পর ছবিও করা বন্ধ করে দেন। তবে উড়তা পাঞ্জাব ছবিতে একে অপরের বিপরীতে না হলেও স্ক্রিন শেয়ার করেন বহুদিন পর।

হনসল মেহেতা নাম ঠিক না একটি ছবিতে কাজ করছ্নে করিনা। সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ সিরিজ দিয়ে ডিজিটাল মাধ্যমে ডেবিউ করতে চলেছেন করিনা। সিরিজের একটা বড় অংশের শুটিং হয় দার্জিলিং আর কালিম্পংয়ে। অন্যদিকে রণবীর কাপুর, রশ্মিকা মনদানার সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল ছবিতে কাজ করছেন ববি।