১৫ বছর। নেহাত কম সময় নয়। দাম্পত্য সম্পর্কে ছিলেন আমির খান এবং কিরণ রাও। এর মধ্যেই তাঁদের জীবনে এসেছে একমাত্র সন্তান আজাদ রাও। সুখী দাম্পত্যের ছবিই এতদিন দেখেছেন সাধারণ মানুষ। হঠাৎই ছন্দপতন। বলা ভাল, বড় এক ধাক্কা। কোনও কিছুর পূর্বাভাস না দিয়েই একেবারে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন আমির-কিরণ!
আমির–কিরণের ঘনিষ্ঠরা এ বিষয়ে কী মতামত দেন, তা জানতে আগ্রহী দর্শক মহল। এই ঘোষণার পরেই আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এটা কী হচ্ছে’? সঙ্গে ছিল একটি পিৎজার ছবিও। আগামিকাল রিভিউ দেবেন। এমনও লেখেন তিনি। এই স্টোরির সঙ্গে আপাতদৃষ্টিতে আমির-কিরণের বিচ্ছেদের কোনও সম্পর্ক না থাকলেও বহু ওয়েব অডিয়েন্স বাবার দ্বিতীয়বার বিবাব বিচ্ছেদের সঙ্গে ইরার পোস্টের পরোক্ষ সম্পর্ক অনুসন্ধান করতে শুরু করেন।
সোমবার সকালে ইরা একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। আক্ষরিক অর্থে আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণা হওয়ার পরে ইরার প্রথম পোস্ট এটি। সেখানেও তিনি খাবার নিয়েই ক্যাপশন দিয়েছেন। ইরা আদতে একজন ফুড ব্লগার। তাঁর পোস্টে খাবার সংক্রান্ত কথা থাকাই স্বাভাবিক। এখনও প্রকাশ্যে আমির-কিরণের বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
আমির এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা। ১৮ বছর আগে রিনার সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ হয়েছিল আমিরের। বাবার সঙ্গে ইরা বরাবরই যোগাযোগ রেখেছেন। কিরণের সঙ্গেও সুসম্পর্ক তাঁর। কিন্তু বাবার নিতান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে তিনি মুখ খোলেননি।
আমির-কিরণের দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত তো একদিনে নেওয়া নয়। গত বছর ডিসেম্বরেও একসঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। কেক কাটা, সেলিব্রেশনের সে সব ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। তার পরের কয়েক মাসে কী এমন হল? এতদিন সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করার পর হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত এবং কোপেরেন্টিংয়ের বিবৃতিতে প্রশ্ন উঠছে, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত গিমিক ব্যতীত কিছু নয়। সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার অনেক পরেও এই ধরনের ঘটনা সেলিব্রিটিহুড বজায় রাখার কৌশল মাত্র।
আরও পড়ুন, Paoli Dam: ‘বিরিয়ানি’ তৈরিতে ব্যস্ত পাওলি দাম, সঙ্গী কে?