ফের পর্দায় ইরফান খান। সৌজন্যে ‘দুবাই রিটার্নস’। বিশ্বজুড়ে প্রশংসা পাওয়ার পর এ বার ইরফানের এই কাজ দেখা যাবে বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে, আগামী ৩ জুলাই। এই ছবি রিলিজ করবে ইউটিউবেও। সে তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরফান পুত্র বাবিল খান।
২০০৫-এ তৈরি হয়েছিল এই ছবি। ইরফানের সঙ্গে বিজয় মৌর্য, রজক খান অভিনয় করেছিলেন এই ছবিতে। এক ছোটখাটো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। তাঁর চরিত্রের নাম আফতাব আংরেজ। পরিচালক আদিত্য ভট্টাচার্য।
২০০৫-এ ছবিটি তৈরি হয়ে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছিল। এ ছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। কিন্তু এতদিনেও সিনেমা হলে বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কারণে মুক্তি পায়নি এই ছবি। আগামিকাল ভার্চুয়াল বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখতে পাবেন দর্শক।
ইরফানের প্রয়াণের পর তাঁর এতদিন আগের এই কাজ মুক্তি পেতে চলেছে। এ খবর নিঃসন্দেহে অভিনেতার অসংখ্য অনুরাগীর কাছে অত্যন্ত আনন্দের। ইরফানের পরিবারও খুশি। বাবাকে যেন নতুন ভাবে ফিরে পাবেন বাবিল। বাবার মতো তিনিও এখন পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। এই ছবির মুক্তি ইরফান দেখে যেতে পারলে খুশি হতে বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠরা। কিন্তু ইরফানের কাজ আজীবন খুশি করবে দর্শককে।
আরও পড়ুন, বাবা শ্রীদেবীকে বিয়ে করার পর ট্রমায় কাটিয়েছিলেন অর্জুন!