বাবা শ্রীদেবীকে বিয়ে করার পর ট্রমায় কাটিয়েছিলেন অর্জুন!
Arjun Kapoor: মা মোনা কাপুর মারা যাওয়ার পর অর্জুনের বাবা বনি কাপুর অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেন। স্কুলের বন্ধুরা অর্জুনের কাছে নাকি নতুন মায়ের কথা জানতে চাইত।
ছোটবেলায় ছেলেটির মা মারা যান। বাবা দ্বিতীয় বার বিয়ে করেন। সেই নতুন মা বাড়িতে আসার পর স্কুলের বন্ধুরা নতুন মায়ের বিষয়ে জানতে চাইত। ঠাট্টা করত ছেলেটিকে নিয়ে। এ হেন ঘটনার সঙ্গে অনেকেই পরিচিত। ঠিক এই পরিস্থিতি সামলাতে হয়েছিল বলিউড অভিনেতা অর্জুন কাপুরকেও।
মা মোনা কাপুর মারা যাওয়ার পর অর্জুনের বাবা বনি কাপুর অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেন। স্কুলের বন্ধুরা অর্জুনের কাছে নাকি নতুন মায়ের কথা জানতে চাইত। সে সব অভিজ্ঞতা স্টার কিডকে ট্রমার মধ্যে ঠেলে দিয়েছিল। সদ্য এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় দিনের কথা শেয়ার করেছেন অর্জুন।
বনি এবং মোনার দুই সন্তান। অর্জুন এবং অংশুলা কাপুর। পরে শ্রীদেবীকে বিয়ে করার পর তাঁদের দুই সন্তানের জন্ম হয়। জাহ্নবী এবং খুশি কাপুর। এখন চার ভাই বোনের মধ্যে দারুণ সম্পর্ক। কিন্তু ছোটবেলায় বিষয়টা আজকের মতো নাকি ছিল না।
অর্জুনের কথায়, “আমি ছোটবেলায় অনেক ব্যক্তিগত যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। ট্রমার মধ্যে দিন কাটিয়েছি। আমার বড় হওয়ার দিনগুলোতে বাবা, মায়ের দাম্পত্য বিচ্ছেদ হয়। আসলে আমার বাবা অত্যন্ত হাই প্রোফাইল মানুষ। তিনি যাঁকে পরে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন, তিনি ছিলেন ভারতীয় সিনেমার সুপারস্টার। আমার বেস্ট ফ্রেন্ড স্কুলে জিজ্ঞেস করেছিল, নতুন মা কেমন। এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ ছিল না। আমি এই বাস্তবের সঙ্গে লড়াই করেছি।”
গত ২৬ জুন ৩৬ বছরে পা দিলেন অর্জুন। তাঁর ব্যক্তিগত জীবন কখনওই মসৃণ ছিল না। বাবা-মায়ের বিচ্ছেদ, মায়ের মৃত্যু, বাবার নতুন সম্পর্ক- এসব সামলেছেন টিনএজার অর্জুন। আর এখন মালাইকা আরোরার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বলিউডের চর্চার বিষয়। এ সবের মধ্যে থেকেও নিজের মতো করে থাকতে চান অর্জুন। পাশাপাশি মন দিতে চান কেরিয়ারে।
আরও পড়ুন, ‘রানি’র অন্তিম যাত্রা, শেষ মুহূর্তে কী বললেন দিতিপ্রিয়া রায়?