Movie Release: রণবীর-শ্রদ্ধার ছবি মুক্তি পাচ্ছে না? রিলিজ় নিয়ে কোন সমস্যা দেখা দেয়

Tu Jhoothi Main Makkaar: ছবির মুক্তি ঘিরে সমস্যা? পিছিয়ে যাচ্ছে রিলিজ় তারিখ, ঠিক কী সমস্যা দেখা দিয়েছে...

Movie Release: রণবীর-শ্রদ্ধার ছবি মুক্তি পাচ্ছে না? রিলিজ় নিয়ে কোন সমস্যা দেখা দেয়
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 1:07 PM

সাহো স্ট্রিট ডান্সার ৩-এর পর পর্দায় দীর্ঘদিন দেখা মিলছে না শ্রদ্ধা কাপুরের। একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কোথাও গিয়ে যেন হারিয়ে গেলেন পলকে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে। তবে রণবীর কাপুরের সঙ্গে আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই খবর সামনে আসতেই তা দর্শকদের নজর কাড়ে। ছবির নাম তু ঝুটি মেয় মক্কার। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই তা সমালোচনার কেন্দ্রেও জায়গা করে নেয়। ঘটে বিপত্তি। শ্রদ্ধা কাপুরকে দেখে এক কথায় চক্ষু চড়কগাছ এক শ্রেণীর ভক্তদের। প্রায় অধিকাংশ ফ্রেমেই বিকিনি লুকে ধরা দিতে দেখা যায় শ্রদ্ধা কাপুর। তা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন এক শ্রেণী।

কেউ কেউ আবার ট্রোল করতেও পিছপা হলেন না। অপর শ্রেণীর মতামত রণবীর কাপুরের বিপরীতে বেশ মানিয়েছে তাঁকে। কেউ কেউ আলিয়ার সঙ্গেও তুলনা করে বসলেন শ্রদ্ধার। কেউ কেউ শ্রদ্ধাকে উপদেশ দিলেন, এক ধরনের চরিত্র থেকে বেরিয়ে এবার নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার। যদিও বলিউডের এই নতুন জুটিকে দেখে অনেকেরই বেশ ভাল লেগেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ছবির গল্প যে বেশ মজাদার হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছিল ছবির ট্রেলার। তবে এবার প্রশ্ন ছবি মুক্তি ঘিরে।

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে যে ছবির মুক্তি নাকি প্রশ্নের মুখে। আসল রহস্য কী! এবার সামনে এল সত্যি। ঘনিষ্ট সূত্রে খবর, এই ছবির মুক্তির জন্য হোলির দিন স্থির করা হয়েছিল। তবে কিছু কিছু রাজ্যে হোলি ৭ মার্চ, কোথাও কোথাও হোলি ৮ মার্চ। তা নিয়েই এবার প্রশ্ন। তবে কোন তারিখে মুক্তি পাচ্ছে ছবি। অবশেষ স্থির করা হয় ৮ মার্চ মুক্তি পাচ্ছে ছবি।