দুই ‘টাইগার’ মুখোমুখি! আইএসআই এজেন্ট ইমরান এবার ভাইজানের প্রতিদ্বন্দী

ছবিটির শুটিং জুনে আবার শুরু হতে চলেছে। ধারণা করা হচ্ছে ছবিটির একটি বড় অংশের শুটিং বিদেশে করা হবে।

দুই 'টাইগার' মুখোমুখি! আইএসআই এজেন্ট ইমরান এবার ভাইজানের প্রতিদ্বন্দী
সলমন-ইমরান।
Follow Us:
| Updated on: May 30, 2021 | 9:09 AM

যদিও এটি পাকা খবর নয়,তবে যা শোনা যাচ্ছে তা হল ইমরান হাশমিকে ‘টাইগার থ্রি’-তে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। ইতিমধ্যে ছবির বেশ কিছু অংশের শুটিং করে ফেলেছেন ভাইজান। রিপোর্ট অনুসারে, ধারণা করা হচ্ছে ছবিতে ইমরান একজন আইএসআই এজেন্টের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

সূত্রের খবর সলমন খান একজন ‘র’-এর আধিকারিক। এবং ইমরান আইএসআই-এর। ইমরানকে ‘টাইগার’ হিসাবে সম্বোধন করা হয় কিন্তু তিনি পাকিস্তানের ‘টাইগার’। সলমন খান হচ্ছেন ভারতের। সুতরাং এটি ভারতীয় ও পাকিস্তান গোয়েন্দা সংস্থার লড়াই হতে চলেছে। আরও খবর, যে ক্যাটরিনার চরিত্র জোয়াও এ ছবিতে একটু বিশেষ হতে চলেছে। রণভীর শোরে-কে ‘এক থা টাইগার’ ছবিতে দেখা গিয়েছিল তব ‘টাইগার জিন্দা হ্যাঁয়’ থেকে বাদ পড়ে যান অভিনেতা। শোনা যাচ্ছে ‘টাইগার-থ্রির অংশও হতে চলেছেন অভিনেতা।

আরও পড়ুন অস্ত্রপচারের পর বাড়িতে বিশ্রাম পরিচালকের, মেয়ের ইনস্টাগ্রামে ‘বলড’ লুকে ধরা দিলেন অনুরাগ

ছবিটির শুটিং জুনে আবার শুরু হতে চলেছে। ধারণা করা হচ্ছে ছবিটির একটি বড় অংশের শুটিং বিদেশে করা হবে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, “আমি সত্যিই কাজ করতে পছন্দ করব ফ্রাঞ্চাইদির সঙ্গে। সলমানের সঙ্গে কাজ করতে চাইব। এটি সবসময়ই একটি স্বপ্ন ছিল এবং আশা করি এটি সত্যি হয়ে উঠবে,” কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে অভিনেতাকে ছবিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, “আমি জানি না। আমি কি এর (ছবিটির) একটি অংশ? মিডিয়া থেকে আমার এই ছবি করা নিয়ে খবর শুনছি। আলোচনা চলছে। টাইগারকে (সলমন খান) জিজ্ঞাসা করুন আমি ছবিটি করছি কি না।”