Janhvi Kapoor: ক্যামেরার ভুল অ্যাঙ্গেলে অশ্লীল লুক, ‘অস্বস্তিকর’, মেজাজ হারালেন জাহ্নবী

Trolling: ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা কমেন্টে ভরতে থাকে। কারুর মনে হয়, ইচ্ছে করে এমন পোশাক পরা, কেউ আবার বুঝিয়ে দেন, সেলেবদের নেই সঠিক ফ্যাশনের জ্ঞান। 

Janhvi Kapoor: ক্যামেরার ভুল অ্যাঙ্গেলে অশ্লীল লুক, 'অস্বস্তিকর', মেজাজ হারালেন জাহ্নবী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 9:50 AM

পোশাক বিতর্কে নাম লেখাননি এমন সেলেব এক কথায় পাওয়া যাবে না বললেই চলে। কখনও না কখনও, কোনও না কোনও পরিস্থিতিতে তাঁদের ঠিক-ই দেখা গিয়েছে এমন কোনও অস্বস্তিকর ফ্রেমে উঠে আসতে, যা রাতারাতি ভাইরাল। ফলে ওয়ার্ড্রোব ম্যালফাংশন অভিনেত্রীদের কাছে খুব সহজ একটা বিষয়। তবে সব ক্ষেত্রেই যে তা জেনে বুঝে হচ্ছে এমনটা নয়। এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা কমেন্টে ভরতে থাকে। কারুর মনে হয়, ইচ্ছে করে এমন পোশাক পরা, কেউ আবার বুঝিয়ে দেন, সেলেবদের নেই সঠিক ফ্যাশনের জ্ঞান।

এবার এই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন জাহ্নবী কাপুর। তাঁর কথায় বিষয়টা এমন কখনই নয়। তাঁকে অধিকাংশ সময়ই জিমের বাইরে দেখা যায়। পাপরাজিৎরা সেখানেই তাঁকে ফ্রেমবন্দি করে থাকেন। সুযোগ সুবিধে ও সময় থাকলে সেলেবরাও হাসি মুখে বেশ কিছু পোজ় দিয়ে থাকেন। তবে সব ক্ষেত্রে সেই ছবি যে মনের মত হবে এমনটা নয়। কারণ একটাই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কে যে ঠিক কেমন ছবি তুলছে তা বলা মুশকিল। তাই এক এক সময় অশ্লীল লুকের ছবি ছড়িয়ে পরে সর্বত্র। জাহ্নবীর সঙ্গে একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবে এই অশ্লীল শব্দেই তাঁর আপত্তি।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান, প্রতিদিন যে পোশাক সছিক থাকবে এমনটা নাও হতে পারে। তবে কেউ চায় না যে তাঁকে অশ্লীল দেখাক। প্রতিদিন বাড়ি থেকে যখন একজন বেরিয়ে থাকেন, হয় তিনি ভালভাবে পোশাকটি বইতে পারছেন, নয়তো তাঁর পোশাকটিতে অস্বস্তি হচ্ছে। এই দুটো জিনিসই হতে পারে। তবে সেই অস্বস্তিকে যখন কেই অশ্লীলের তকমা দেয়, তখন জাহ্নবীর গায়ে লাগে। তিনি বলেন, সমালোচনায় কোনও সমস্যা নেই, তবে ভুল ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য ফ্রেমবন্দি হওয়া অস্বস্তিকর ছবিকে যখন অশ্লীল বলা হয়, সমস্যা জাহ্নবীর তখনই।