বিদ্যা বালন ও শেফালি শাহ একসঙ্গে জলসা করবেন, কী হবে সেখানে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 13, 2021 | 6:44 AM

ছবিতে শেফালি শাহের সঙ্গে প্রথমবারের জন্য কাজ করতে চলেছেন বিদ্যা। ফলে তিনি ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।

বিদ্যা বালন ও শেফালি শাহ একসঙ্গে জলসা করবেন, কী হবে সেখানে?

Follow Us

শেফালি শাহের সঙ্গে টিম আপ করছেন বিদ্যা বালন, তাও প্রথমবারের জন্য। পরিচালক সুরেশ ত্রিবেণী। ছবির নাম ‘জলসা’ এর আগেও সুরেশের সঙ্গে কাজ করেছেন বিদ্যা। ‘তুমহারি সুলু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সুরেশের সঙ্গে দ্বিতীয়বারের জন্য টিম আপ করতে চলেছেন বিদ্যা।

ছবিতে শেফালি শাহের সঙ্গে প্রথমবারের জন্য কাজ করতে চলেছেন বিদ্যা। ফলে তিনি ভীষণ খুশি। বৃহস্পতিবার মুম্বইতেই শুরু হয়েছে ছবির শুটিং। ছবিতে সংলাপ লিখেছেন হুসেন ও আব্বাস দালাল। এই দুই অভিনেত্রী ছাড়াও ছবিতে অভিনয় করছেন রোহিনী হাতানগাদি, ইকবাল খান, বিদ্যার্থী বন্দি, গুরপাল সিং, মানব কল। মানবকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। সূর্য কাশিভাটলার ডেবিউ হতে চলেছে এই ছবিতে। ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ ও আবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট।

এই দুই প্রযোজনা সংস্থাই অঙ্গীকার বদ্ধ হয়েছেন,যে তাঁরা দর্শককে ভাল কিছু উপহার দেবেন। ছবি সম্পর্কে পরিচালক বলেছেন, “টি-সিরিজ ও আবুনদান্তিয়ার সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। খুব সুন্দর শিল্পী ও কলাকুশলীদের নিয়ে কাজ করতে চলেছি আমরা। শেফালি ও বিদ্যার সঙ্গে কাজ করব, তাই মনে মনে খুবই আনন্দ হচ্ছে। আশা করছি জলসার মধ্যে দিয়ে ভাল কিছু দর্শককে দিতে পারব আমরা।”

অন্যদিকে বিদ্যা বলেন, “তুমহারি সুলুর পর সুরেশের সঙ্গে ফের কাজ করব ভেবে আমারও ভাল লাগছে। ওই ছবিটা একটা দারুণ অনুভূতি দিয়েছিল। জলসা মানবিকতার গল্প বলে। প্রযোজকদের সঙ্গেও আমি আগে কাজ করেছি শেরনি ছবিতে। সকলের সঙ্গেই কাজ করেছি। কিন্তু আমি মুখিয়ে আছি শেফালির সঙ্গে কাজ করব বলে। ওঁর সঙ্গে কাজের নতুন অভিজ্ঞতা হবে। শেফালি অসাধারণ একজন অভিনেত্রী। আমরা একসঙ্গে কাজ করব ভাবলেই এক্সাইটিং লাগছে।” জলসার অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন শেফালিও।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের বিঞ্জ ওয়াচ: কোন ছবি ও ওয়েব সিরিজ আছে তালিকায় দেখে নিন

আরও পড়ুনমুম্বইয়ে ছবি তৈরি করছেন, তাই হোম গ্রাউন্ডের চাপ নেই; অনীকের এই মন্তব্যে কী বললেন সৃজিত?

Next Article