AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরে বন্ধ রেখে জয়াপ্রদা এবং শ্রীদেবীকে কথা বলানোর চেষ্টা হয়, কিন্তু…

‘আখরে’, ‘অউলাদ’, ‘রাস্তা’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জয়াপ্রদা এবং শ্রীদেবী। অফস্ক্রিনে দুই নায়িকার মধ্যে পেশাগত রেষারেষি এতটাই ছিল যে, একে অপরের সঙ্গে নাকি কথা পর্যন্ত বলতেন না।

ঘরে বন্ধ রেখে জয়াপ্রদা এবং শ্রীদেবীকে কথা বলানোর চেষ্টা হয়, কিন্তু...
জয়াপ্রদা এবং শ্রীদেবী।
| Updated on: Apr 23, 2021 | 1:56 PM
Share

অনস্ক্রিনে তাঁরা একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চমৎকার। কিন্তু অফস্ক্রিনে ভাল সম্পর্ক তো দূরের কথা, তাঁরা একে অপরের সঙ্গে নাকি কথাও বলতেন না! তাঁরা অর্থাৎ জয়াপ্রদা (Jaya Prada) এবং প্রয়াত অভিনেত্রী (Actress) শ্রীদেবী (Sridevi)। সদ্য ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর মঞ্চে গিয়ে পুরনো দিনের এ সব গোপন কথা শেয়ার করেছেন জয়াপ্রদা।

‘আখরে’, ‘অউলাদ’, ‘রাস্তা’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জয়াপ্রদা এবং শ্রীদেবী। অফস্ক্রিনে দুই নায়িকার মধ্যে পেশাগত রেষারেষি এতটাই ছিল যে, একে অপরের সঙ্গে নাকি কথা পর্যন্ত বলতেন না। একবার নাকি রাজেশ খান্না এবং জিতেন্দ্র তাঁদের দু’জনকে একটা ঘরে বন্ধ করে রেখে কথা বলানোর চেষ্টা করেছিলেন, তাতেও নাকি কোনও সুরাহা হয়নি বলে জানিয়েছেন জয়াপ্রদা।

আরও পড়ুন, ‘অতীত ভার্সেস বর্তমান’, তেজয়কে বিবাহবার্ষিকী শুভেচ্ছা করণভীরের

জয়াপ্রদার কথায়, “আমরা অনস্ক্রিন পারফেক্ট বোনের ভূমিকায় অভিনয় করেছিলাম। কিন্তু কখনও আমরা একে অপরের দিকে চোখ তুলে দেখতামও না। মকসত ছবির শুটিংয়ে জিতুদি এবং রাজেশজি আমাদের এক ঘণ্টা মেকআপ রুমে বন্ধ করে রেখেছিলেন। যাতে আমরা কথা বলি। কিন্তু আমরা একটা কথাও বলিনি।”

জয়াপ্রদা আরও জানান, শ্রীদেবীর সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। পুরোটাই পেশাদার রেষারেষি। তিনি কখনও অফস্ক্রিন শ্রীদেবীর সঙ্গে কথা না বললেও, তাঁর প্রয়াণের পর জয়াপ্রদা মিস করেন শ্রীদেবীকে। জয়াপ্রদা বলেন, “শ্রীদেবী কোথাও থেকে আমার কথা শুনতে পাচ্ছেন কি না, জানিনা। শুধু এটুকু বলব, আজ মনে হয় কেন আমরা কখনও কথা বলিনি…।”