Kajal Aggarwal:  মা হলেন কাজল আগরওয়াল, সেই খবর তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে

Kajal Aggarwal:  কোভিড পরিস্থিতি অর্থাৎ ২০২০ সালে লকডাউনের সময় কাজল-গৌতম এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। এই বছর ৮ জানুয়ারি কাজল মা হওয়ার খবর ভাগ করে নেন

Kajal Aggarwal:  মা হলেন কাজল আগরওয়াল, সেই খবর তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে
কাজল-গৌতম মা-বাবা হলেন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:19 PM

মা হলেন কাজল আগরওয়াল (Kajal Aggarwal) । তিনি এবং তাঁর স্বামী গৌতম কিচলু (Gautam Kitchlu)  সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিলেন। ১৯ এপ্রিল তাঁদের জীবনে এল খুশির খবর। জানালেন তাঁরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। খবর জানার পরই শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয় কমেন্ট বক্স। অনুরাগীরা কাজলের ছেলেকে ‘লিটল প্রিন্স’ (ছোট রাজপুত্র) বলে পৃথিবীতে আগমন করেন। কোভিড পরিস্থিতি অর্থাৎ ২০২০ সালে লকডাউনের সময় কাজল-গৌতম এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। এই বছর ৮ জানুয়ারি কাজল মা হওয়ার খবর ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন লেখেন, “আমি এই বছর আমার জীবনে ছোট একজনের সাথে দেখা করার জন্য খুবই উত্তেজিত, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না”।

আজকের ট্রেন্ড অনুযায়ী কাজলও তাঁর সন্তানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেননি। শুধু সুখবর জানিয়েছেন আত্মজ আসার। তিনি শুধু এই ট্রেন্ড নয়, আরও একটি ট্রেন্ড অনুয়াযী কাজ করেছেন। নিজের বেবি বাম্পের ছবি যেমন সকলে সোশ্যাল মিডিয়াতে ভাগ করছেন আজকাল, তিনিও করেছেন। তিনিও বেবি বাম্প নিয়ে শুট করেছেন। সেই ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ছবির সঙ্গে মাতৃত্বের অনুভূতি নিয়ে নিজের মনের কথাও লিখেছিলেন। নতুন ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, “আসুন এটির মুখোমুখি হই, মাতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়া খুব সুন্দর। তবে মাঝে মধ্যে অগোছালোও হতে পারে। এক মুহূর্তে আপনি অনুভব করবেন যে আপনার সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আবার পরের মুহূর্তেই মনে হবে আপনি কতটা নিষ্প্রভ হয়ে পড়েছেন। আপনি ভাবতে বসবেন যে কীভাবে ঘুমানোর সময় পরিচালনা করবেন! এ এক অদ্ভূত অনুভূতি”।

মা হওয়ার আগে নিজের অনুভূতি তিনি ভাগ করেছিলেন। এবার মা হয়ে কী রকম অনুভূতি হচ্ছে, তাও আগামী দিনে ভাগ করবেন অনুরাগীদের সঙ্গে, আশা করাই যায়। তবে এখন কাজল এবং গৌতম বাবা-মা হওয়ার অনুভূতি উপভোগ করছেন। তাঁদের জীবনের নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন।

আরও পড়ুন-Huma Qureshi:  হুমা খুরেশিকে কেন শৈশবের কথা মনে করি দিচ্ছে তাঁর নতুন ছবি ‘তরলা’?

আরও পড়ুন- Sanjay Dutt-KGF- Chapter 2:  হিন্দি সিনেমা নিজেদের দর্শকদের ভুলে গিয়েছে, শুধু ব্যবসা দেখছে, কেন বললেন সঞ্জয়?

আরও পড়ুন- Amitabh Bachchan -Agastya Nanda:  নাতি অগস্ত্য নন্দাকে নিয়ে উৎসাহী দাদু অমিতাভ কী করলেন?