Sanjay Dutt-KGF- Chapter 2:  হিন্দি সিনেমা নিজেদের দর্শকদের ভুলে গিয়েছে, শুধু ব্যবসা দেখছে, কেন বললেন সঞ্জয়?

Sanjay Dutt-KGF- Chapter 2: ‘কেজিএফ ২’ সফল হওয়ার পিছনে সঞ্জয়ের যুক্তি শুধু ব্যবসা নয়, দক্ষিণের ছবি ভাল চিত্রনাট্যের উপর কাজ করে।

Sanjay Dutt-KGF- Chapter 2:  হিন্দি সিনেমা নিজেদের দর্শকদের ভুলে গিয়েছে, শুধু ব্যবসা দেখছে, কেন বললেন সঞ্জয়?
সঞ্জয় দত্ত অধীরা লুকে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 4:32 PM

দক্ষিণ ভারতের ছবি এখন ভারতীয় সিনেমায় রাজস্ব করছে। অবলীলায় কথাটা বলা যায়। ‘কেজিএফ ২’ (KGF 2) ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত। সেই ছবি ইতিমধ্যে বক্স অফিসে সুনামী এনেছে। কয়েক দিন আগে রাজামৌলি পরিচালিত, এনটিআর জুনিয়র, রাম চরণ অভিনীত ছবি ‘আরআরআর’-ও বক্স অফিসে ঝড় তুলেছিল। নিজে দক্ষিণী ছবিতে কাজ করার পর, সঞ্জয় দত্ত (Sanjay Dutt) কী মনে করছেন, কেন হিন্দি ছবির তুলনায় দক্ষিণী ছবির দিকে দর্শক ঝুঁকছেন? সঞ্জয় মনে করেন, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি তাঁদের নিজেদের ছবির ধারা ভুলে গিয়েছে। তিনি বললেন, “হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি এক সময় লার্জার দ্যান লাইফ নায়ক নির্ভর ছবি তৈরি করত। এখন অন্য ধারার ছবি করে। অন্য দিকে দক্ষিণী ছবি আজও নায়কতন্ত্রের বিষয় ভোলেনি। আমি বলছি না, অন্য রকম ছবি খারাপ, তবে কী করে ভুললে চলবে আমাদের উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, রাজস্থানের দর্শকদের। এই জায়গায় একটা বিশাল দর্শক রয়েছেন, যাঁরা হিরোইজম ছবি দেখতেই পছন্দ করেন”।

‘কেজিএফ ২’ সফল হওয়ার পিছনে সঞ্জয়ের যুক্তি শুধু ব্যবসা নয়, দক্ষিণের ছবি ভাল চিত্রনাট্যের উপর কাজ করে। আর ওখানে প্রযোজকরা পরিচালকের উপর ভরসা করেন। যেমন রাজামৌলির স্থায়ী প্রযোজক রয়েছেন। মুম্বইতেও এক সময় গুলশান রাই, যশ চোপড়া, সুভাষ ঘাই, যশ জোহরের মতো প্রযোজক ছিলেন। তাঁরা কী ধরনে ছবি করতেন, সেটার দিকে তাকালেই বোঝা যাবে। এখন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির কর্পোরেটাইজেশন হয়ে গিয়েছে। তাঁর মতে, সেটা খারাপ নয়, তবে তাঁরা যেন সিনেমার বিষয়ে নাক না গলান, এটা দেখতে হবে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন সঞ্জয়।  ‘অগ্নিপথ’ ছবিতে সঞ্জয় দত্তকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছিল। কাঞ্চা চিনা আর অধীরার মধ্যে মিল বা অমিল কী? সঞ্জয় মনে করেন, দুটো চরিত্রের চাওয়া-পাওয়া এক। কাঞ্চার মান্ডওয়ার অধিকার নেওয়ার ছিল, অধীরার কোজিএফ। বাকি দুটো চরিত্রের কোনও মিল নেই। অধীরা নিজের অধিকার পেতে যে কোনও কিছু করতে পারে। দক্ষিণে বরাবরই সঞ্জয় দত্তের অনুরাগী রয়েছেন। কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে একটি জিমের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করার জন্য দরজা ভেঙে ছিল অনুরাগীরা। এবার তাঁর ছবি দেখতে কী কী করতে পারেন তাঁরা, তা বোঝাই যাচ্ছে। সূত্রের খবর, মাটিতে বসেও দক্ষিণের সিনেমা হলে ‘কেজিএফ ২’ দেখেছেন অনেকে।

আরও পড়ুন-Mandakini:  প্রায় ২৫ বছর পর মন্দাকিনী ফিরছেন, কোথায় কীভাবে, রইল তার হদিশ

আরও পড়ুন-Amitabh Bachchan -Agastya Nanda:  নাতি অগস্ত্য নন্দাকে নিয়ে উৎসাহী দাদু অমিতাভ কী করলেন?

আরও পড়ুন-Varun Dhawan:  নিজের ছবি নিয়েই অন্য ছবিতে মস্করা করতে চলেছেন বরুণ?