গত আড়াই বছরে বিশেষ একটি জিনিস মিস করেছেন, জন্মদিনে জানালেন কাজল

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 05, 2021 | 9:03 AM

Happy Birthday Kajol: আজ ৪৭ বছরে পা দিলেন কাজল। বয়স নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁর। বরং জন্মদিন সেলিব্রেট করা নিয়ে উত্তেজনা রয়েছে।

গত আড়াই বছরে বিশেষ একটি জিনিস মিস করেছেন, জন্মদিনে জানালেন কাজল
কাজল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

জন্মদিন। অনেকের মতোই তাঁর কাছেই জীবনের এই দিনটা স্পেশ্যাল। তিনি অর্থাৎ অভিনেত্রী কাজল। আজ তিনি বার্থডে গার্ল। তবে এই বিশেষ দিনটা প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেট করতেই ভালবাসেন। করোনা পরিস্থিতিতে অন্য সম্ভবনা একেবারেই নেই। গতকাল থেকেই মা তনুজা এবং বোন তানিশার সঙ্গে সেলিব্রেশন শুরু করেছেন কাজল। আর ঠিক জন্মদিনের আগেই জানালেন, গত আড়াই বছরে এমন একটা জিনিস মিস করেছেন, যা তাঁর আগে নাকি কখনও মনে হয়নি।

করোনার প্রথম ঢেউ আসার পর মেয়ে নাইসার সঙ্গে ছমাসেরও বেশি সময় সিঙ্গাপুরে ছিলেন কাজল। নাইসা দেবগণ সিঙ্গাপুরে পড়াশোনা করেন। কঠিন সময়ে মা হিসেবে মেয়ের পাশে থাকাটা কাজ করার থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল কাজলের। তিনি দায়িত্ব পালন করেছেন। তবে মুম্বই ফেরার জন্য মুখিয়ে ছিলেন। কারণ ছেলে যুগ ছিল মুম্বইতে। ফলে ছেলের জন্য চিন্তায় ছিলেন।

এই গোটা পর্বে প্রত্যেক ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত। ফিল্ম ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয়। দীর্ঘ সময় কাজে ছিলেন না কাজল। তাঁর কথায়, “এর আগেও দীর্ঘ সময় আমি কাজ করিনি। নিজের মতো করে জীবন কাটিয়েছি। তাতে আমি খুশি। কিন্তু এই প্রথম বার গত আড়াই বছরে কাজ না থাকায় আমার অন্যরকম লাগত। কাজ মিস করতাম।”

আজ ৪৭ বছরে পা দিলেন কাজল। বয়স নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁর। বরং জন্মদিন সেলিব্রেট করা নিয়ে উত্তেজনা রয়েছে। তিনি বলেন, “জন্মদিন আমার ভাল লাগে। আমি সেলিব্রেট করতে ভালবাসি। অন্তত এক সপ্তাহ কোনও কাজ রাখি না, যাতে ভাল করে সেলিব্রেশন হয়। সপ্তাহের শেষে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করব। আর জন্মদিনে আমি কোনও কাজ করি না।”

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজকুমার হিরানির পরের ছবিতে অভিনয় করবেন তিনি। এ বিষয়ে কাজল বলেন, “ওরা আমাকে এখনও অ্যাপ্রোচ করেনি। আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনও কিছু ঠিক করিনি।”

আরও পড়ুন, দাম্পত্য জীবনে আশীর্বাদ চাইলেন অপরাজিতা, বিশেষ কারণ?

Next Article
Kishore Kumar: কিশোর কুমারের জন্মদিনে সারারাত জেগে এ কী করলেন আয়ুষ্মান?
প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুগ্ধার সঙ্গে ডেটিংয়ে কেন অপরাধবোধে ভুগতেন রাহুল?