দাম্পত্য জীবনে আশীর্বাদ চাইলেন অপরাজিতা, বিশেষ কারণ?
Aparajita Adhya: অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে।

অগস্ট মাস অভিনেত্রী অপরাজিতা আঢ্যর জীবনে স্পেশ্যাল। কারণ এই মাসেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। ২৪ বছরের দাম্পত্যের বর্ষপূর্তি হবে এই মাসেই। সে কারণে আগে থেকেই অনুরাগীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন।
সোশ্যাল মিডিয়ায় স্বামী অতনুর সঙ্গে সদ্য নিজের একটি ছবি পোস্ট করেছেন অপরাজিতা। ক্যাপশনে লিখেছেন, ‘কারণ এটা আমাদের বিবাহবার্ষিকীর মাস। একসঙ্গে ২৪ বছর পূর্ণ করব।’ হ্যাশট্যাগে তিনি ‘ব্লেস আস’ ব্যবহার করেছেন।
View this post on Instagram
এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান, তাঁর নিজের মা নাকি বেশ কড়া ধাতের মানুষ। ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছেই। দিন কয়েক আগেই শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী। সে কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করে সেলিব্রেট করবেন। করোনা পরিস্থিতিতে আলাদা কোনও আয়োজনের পরিকল্পনা নেই।
করোনা পরিস্থিতিতে গত কয়েকদিনে পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেন অপরাজিতা। অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সে সব সামলে কাজে ফিরতে পারা নিঃসন্দেহে ভাল লাগার বিষয়। মৈনাক ভৌমিকের পরিচালনায় একটি ছবি দিয়েই ৭০ দিন বাড়ি থাকার পর ফের শুটিংয়ে ফেরেন তিনি। এই প্রতিকূল পরিস্থিতিতে অনুরাগীরা তাঁর সঙ্গে ছিলেন, সাহস জুগিয়েছিলেন। ভবিষ্যতেও সেই আশীর্বাদের দাবি জানিয়েছেন অপরাজিতা।
আরও পড়ুন, লাইভে গান, আড্ডা ‘রাম্পি’র, নির্দিষ্ট পেজের বিরুদ্ধে ছিল প্রতিবাদ, জানালেন রাহুল





