লাইভে গান, আড্ডা ‘রাম্পি’র, নির্দিষ্ট পেজের বিরুদ্ধে ছিল প্রতিবাদ, জানালেন রাহুল
Rooqma Ray Rahul Arunoday Banerjee: বুধবার রুকমার ইনস্টাগ্রাম পেজ থেকে লাইভ করেন এই জুটি। সেখানে স্পষ্ট জানান, রাহুলের প্রতিবাদ ‘হুগলি মিমস’ নামে নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে।
রাজা এবং মাম্পি। একত্রে ‘রাম্পি’। বাংলা টেলিভিশনের নিয়মিত দর্শক হলে আপনি ‘রাম্পি’ জুটিকে নিশ্চয়ই চিনতে পারছেন। ঠিকই ধরেছেন ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। এই ধারাবাহিকে রাজা মাম্পি ছাড়াও আরও জুটি রয়েছেন। দর্শকের পছন্দের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন ‘রাম্পি’ জুটি। কিন্তু অন্য জুটিদের নিয়ে বিশেষত অভিনেত্রীদের নিয়ে বেশ কিছু কুরুচিকর মিম নজরে পড়তেই প্রতিবাদ করেন রাহুল। সে প্রতিবাদ যে নির্দিষ্ট কোনও একটি পেজের বিরুদ্ধে তা ইনস্টাগ্রাম লাইভে স্পষ্ট করে দেন অভিনেতা।
বুধবার রুকমার ইনস্টাগ্রাম পেজ থেকে লাইভ করেন এই জুটি। সেখানে স্পষ্ট জানান, রাহুলের প্রতিবাদ ‘হুগলি মিমস’ নামে নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে। কারণ সেখানেই তাঁর সহকর্মীদের নিয়ে কুরুচিকর মিম দেখেছেন তিনি। বাকি ‘রাম্পি’ অনুরাগীদের কাছে তিনি কৃতজ্ঞ। পর পর দুটি ধারাবাহিকে ব্যর্থতার পর রাজা চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আর তা রয়েছে সম্পূর্ণ দর্শকের হাতেই। ফলে তাঁকে, তাঁর কাজকে রাজা-মাম্পি জুটিকে যাঁরা ভালবাসেন, তাঁদের আঘাত করা অভিনেতার ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট জানান রাহুল।
View this post on Instagram
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। একটি পোস্টে রাহুল লেখেন, ‘অনেকদিন অনেক কিছু সহ্য করছি, কিন্তু রাজা-মাম্পিকে ভালবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন, চাই না এমন ভালবাসা।’ পরে এই পোস্ট এডিট করে রাহুল লেখেন, ‘পুনশ্চ:এটা হুগলী মিমস এর উদ্দেশ্যে করা।’ রাহুলের সমর্থনে এগিয়ে যান রুকমাও। তিনি লেখেন, “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।” আর শ্রুতি? রাহুলের পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে তাঁকেও। তিনি লিখেছেন, ‘তোমার মতো কো-অ্যাক্টররা পাশে থাকলে অনেক কটু কথা গা-সওয়া করে নিতে ইচ্ছে হয়।’
View this post on Instagram
ইনস্টাগ্রাম লাইভে অবশ্য রাজা-মাম্পি জুটিকে ভিন্ন রূপে দেখতে পান দর্শক। সকলের প্রতি তাঁদের ভালবাসার কথা জানান। একে অপরকে খুনসুটি করতে দেখা যায়। দর্শকের জন্য গানও গান তাঁরা। অফস্ক্রিনের ভাল বন্ধুত্বই কোথাও অনস্ক্রিন পারফরম্যান্সে প্রতিফলিত হয়, তা এক কথায় স্পষ্ট করে দেন রাহুল এবং রুকমা।
‘দেশের মাটি’ নিয়ে এই বিতর্ক আজকের নয়। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ওই ধারাবাহিকে রয়েছেন একাধিক চেনা মুখ। রাহুল-রুকমা ছাড়াও রয়েছেন তথাগত-পায়েলের মতো ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও। ধারাবাহিকের রয়েছে নানা ট্র্যাক। সেই ট্র্যাকের উপরেই ভিত্তি করে কখনও রাহুল-রুকমার কেমিস্ট্রি পেয়ে যায় প্রাধান্য আবার কখনও বা শ্রুতি-দিব্যজ্যোতি জায়গা পান গোটা এপিসোড জুড়ে।
এর আগেও এই নিয়ে এক পোস্ট করেছিলেন শ্রুতি। লিখেছিলেন, “ওই ধারাবাহিক তথাকথিত হিরোহিরোইন ভিত্তিক নয়। এখানে নোয়া-কিয়ান, রাজা-মাম্পি, ডোডো-উজ্জয়িনী, দাদান-ঠাম্মি, বৌরানী-জেঠুমনি সবাই হিরো-হিরোইন”। তিনি যোগ করেছিলেন, “এসব বলেও আমার মনোবল ভাঙবে না। কিন্তু রোজ রোজ এত মানুষের মৃত্যু গুলো আমার মনোবল ভেঙে দিচ্ছে, মানসিক ভাবে একটু প্রপার মানুষ হওয়ার চেষ্টা করুন প্লিজ। শারীরিক ভাবে হলে এক্সট্রা দু-টো পা যুক্ত হয়ে একটু পশুদের মত অবলা হতে বলতাম।” তবে এ সব কিছু পরেও ট্রোলিং থেমেও থামে না। শ্রুতি প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ অনস্ক্রিন ‘রাজা’রও।
আরও পড়ুন, ভারতে প্রথম ছবি, মিথিলার ‘মায়া’, সঙ্গী কারা?
আরও পড়ুন, অনস্ক্রিনে মানালির সঙ্গে আড়ি, কিন্তু অফস্ক্রিন বন্ধুত্ব অটুট থাক, ইচ্ছে প্রকাশ অনিন্দিতার