জন্মদিনে অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার, ট্রোলের শিকার কাজল

Kajol: জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য অনুরাগীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানিয়েছেন কাজল। তা দেখে আরও রেগে গিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ।

জন্মদিনে অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার, ট্রোলের শিকার কাজল
কাজল।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 10:05 PM

গতকাল অর্থাৎ ৫ অগস্ট ছিল কাজলের জন্মদিন। বিশেষ দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন অভিনেত্রী। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনে কয়েক জন অনুরাগী কেক নিয়ে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন কাজলের মুম্বইয়ের বাংলোয়। কিন্তু তাঁদের সঙ্গে কাজল যেমন ব্যবহার করেছেন, তাতে সমালোচিত হতে হয়েছে সোশ্যল মিডিয়ায়।

সোশ্যাল ওয়ালে শেয়ার হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, অত্যন্ত বিরক্তির সঙ্গেই কেক কেটেছেন কাজল। তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ জানালে তিনি হাত জোড় করে তা নাকচ করে দেন। অনুরাগীদের মধ্যে খুদেরাও ছিল। তাদের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। তাঁর এই ব্যবহার দেখে রেগে গিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। তাঁদের মতে, সাধারণ দর্শক তাঁর কাজ পছন্দ করেছেন বলে আজ এই সাফল্য পেয়েছেন কাজল। সেই দর্শক, অনুরাগীদের প্রতি এই ব্যবহার একেবারেই কাম্য নয়।

এ দিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য অনুরাগীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানিয়েছেন কাজল। তা দেখে আরও রেগে গিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ। তাঁদের মনে হয়েছে, এই ধন্যবাদ লোক দেখানো। অনুরাগীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি যে ব্যবহার করেছেন, সেটাই নাকি তাঁর আসল চেহারা! যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)

জন্মদিন সেলিব্রেট করা নিয়ে প্রতি বছরই উত্তেজনা থাকে কাজলের। এ প্রসঙ্গে সদ্য তিনি সংবাদ মাধ্যমে বলেন, “জন্মদিন আমার ভাল লাগে। আমি সেলিব্রেট করতে ভালবাসি। অন্তত এক সপ্তাহ কোনও কাজ রাখি না, যাতে ভাল করে সেলিব্রেশন হয়। সপ্তাহের শেষে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করব। আর জন্মদিনে আমি কোনও কাজ করি না।”

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজকুমার হিরানির পরের ছবিতে অভিনয় করবেন তিনি। এ বিষয়ে কাজল বলেন, “ওরা আমাকে এখনও অ্যাপ্রোচ করেনি। আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনও কিছু ঠিক করিনি।”

আরও পড়ুন, রূপঙ্কর ও সহ শিল্পীদের নতুন প্রয়াস ‘এ দেশ আমার জন্মভূমি’