Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রূপঙ্কর ও সহ শিল্পীদের নতুন প্রয়াস ‘এ দেশ আমার জন্মভূমি’

Rupankar Bagchi: জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচী, পদ্মশ্রী ঊষা উত্থুপের মতো শিল্পীরা এই গানে গলা মিলিয়েছেন।

রূপঙ্কর ও সহ শিল্পীদের নতুন প্রয়াস ‘এ দেশ আমার জন্মভূমি’
রূপঙ্কর বাগচী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 9:37 PM

বন্ধুতার হাত বাড়িতে দিতে গান হতে পারে অন্যতম মাধ্যম। গানের হাত ধরেই কাঁটাতারের সীমানা পেরিয়ে যাওয়া যায়। চলতি মাস অর্থাৎ অগস্ট ভারতের স্বাধীনতার মাস। সামনেই আসছে স্বাধীনতা দিবস। তারে মনে রেখেই তৈরি হল অভিনব একটি গান। ‘এ দেশ আমার জন্মভূমি’। একাধিক ভাষায় গাওয়া এই গান কোথাও বন্ধুত্বের আগমনী। যার নেপথ্যে রয়েছেন লেখক ও গীতিকার অভিজিৎ পাল।

জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচী, পদ্মশ্রী ঊষা উত্থুপের মতো শিল্পীরা এই গানে গলা মিলিয়েছেন। গত বৃহস্পতিবার এই গানের পোস্টার এবং টি শার্ট লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীরা। সেখানে রূপঙ্কর বলেন, “এ দেশ আমার জন্মভূমি, অভিজিতের একটি ভাল প্রয়াস। ভাল কাজ করছে অভিজিৎ। ওর কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালই লাগে। প্রথম যখন আমি জানতে পারি তখনই মনে হয়েছিল একটা ভাল কাজ হতে চলেছে অ্যানথেম-এর মতো। আমি একটা বেসিক ট্র্যাকের উপর গানটা রেকর্ড করেছিলাম। মিক্সিং, অন্যান্য শিল্পীদের গাওয়ার পর ফাইনালি গানটা কেমন হয়েছে সেটা এখনও জানি না। সম্পূর্ণ গানটা শোনার অপেক্ষায় আছি। আশা করছি ভালই হয়েছে।”

এই বিশেষ গানটির হাত ধরেই রিলিজ হবে একটি ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে বাংলা গান, নাটক, সিনেমা জাতীয় স্তরে মুক্তি পাবে। এই গানে সুর দিয়েছে কৌস্তভ চট্টোপাধ্যায়। মিউজিক ডিজাইন করেছেন শুভাশিস বিশ্বাস। অভিজিতের লেখা গানের সঙ্গে মিশেছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানের অংশ বিশেষ। নেপাল, আসাম, অন্দ্রপ্রদেশ, তামিলনাড়ির মতো দেশ এবং রাজ্য এই গানের সঙ্গে যুক্ত হয়েছে।

আরও পড়ুন, অপরাজিতার পরিবারে নতুন সদস্য, নতুন পথ চলা শুরু…