Kajol-Ajay: বিয়ের এত বছর পর অজয়ের কোন রহস্য ফাঁস করলেন কাজল?

অজয়ের দিকে অভিমানের তির ছুঁড়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী পরিচালক রোহিত শেট্টি।

Kajol-Ajay: বিয়ের এত বছর পর অজয়ের কোন রহস্য ফাঁস করলেন কাজল?
অজয় দেবগণ এবং কাজল

| Edited By: Sneha Sengupta

Oct 23, 2021 | 7:01 AM

বলিউডের অন্যতম হিট জুটির নাম অজয় দেবগণ ও কাজল। নিজেদের নিয়ে তাঁরা আবেগপ্রবণ পোস্ট করেন না ঠিকই, কিন্তু তাঁদের সম্পর্কের রসায়ণ অনেক কথাই বলে দেয়। বলে দেয়, একে অপরকে কতখানি ভালবাসেন তাঁরা। বিয়ার গ্রিলসের ‘ইন্টু দ্যা ওয়াইল্ড’-এর আসন্ন এপিসোডে দেখা যাবে অজয়কে। সেই শোয়েরই একটি বিভাগে কাজল ফাঁস করেছেন অজয় সম্পর্কে গোপন তথ্য।

তিনি বলেছেন, অজয়ের নাকি ওসিডি আছে। যদিও বাড়াবাড়ি রকমের নয়। বর্ডারলাইন বলা যেতে পারে। ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বলেছেন, নিজের আঙুল দিয়ে কোনও কিছু স্পর্শ করেন না অজয়। শোতে কাজল এও বলেছেন, অজয় নাকি দারুণ রান্না করতে পারেন।

“চলুন শুরু করি অজয় সম্পর্কে গোপন কিছু কথা দিয়ে। যে কথা কারও জানা নেই। একটি হল, অজয় দারুণ রান্না করতে পারেন। অন্যটি ওঁর সামান্য ওসিডির সমস্যা আছে। নিজের আঙুল দিয়ে কোনও কিছু স্পর্শ করেন না তিনি।”

অজয় কোনও কিছু নিজের আঙুল দিয়ে স্পর্শ করেন না! শুনেও অবাক লাগে। কিন্তু কেন এমনটা করেন তিনি? কাজল বলেছেন, “অজয় মনে করেন আঙুল গিয়ে স্পর্শ করলে সেই বস্তুর গন্ধ যাবে না।” পাশাপাশি নিজের একটি ইচ্ছের কথাও কাজল ব্যক্ত করেছেন শোতে। তিনি চান বিয়ার গ্রিলের শোতেই অজয় সবচেয়ে গন্ধযুক্ত, পালতা খাবার হাত দিয়ে খান। তিনি দেখতে চান, কতখানি সহ্য করতে পারেন অজয়।

শোতে অজয় সম্পর্কে কথা বলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী পরিচালক রোহিত শেট্টিও। খুনসুটির স্বরে তিনি বলেছেন, “এটা তুমি ঠিক করলে না অজয়। আমাকে ছেড়ে বিয়ারের সঙ্গে চলে গেলে।”

আরও পড়ুন: Tahira Kashyap: কোনও কিছু বেঠিক দেখলে দয়া করে উটপাখি হয়ে যাবেন না: তাহিরা কাশ্যপ